Coordinate Clause
যখন দুই বা ততোধিক সমশ্রেণীর Clause কোন Coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তখন তাদেরকে বলে Coordinate Clause.
এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে— সমশ্রণীর Clause বলে কি বুঝানো হয়েছে।
হ্যা—এখানে এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর অর্থ হলো— একটি Clause যদি হয়
Prinicipal Clause তবে অপর Clause টিও Principal Clause হবে। এবং এই দুইটি Clause
তখন Coordinating Conjunction দ্বারা যুক্ত থাকবে। তখনই এদের Coordinate clause
বলা হবে। যেমন—
He came and he saw everything.
উপরের বাক্যটিতে He came এবং he saw every thing উভয়ই আলাদা আলাদাভাবে ব্যবহৃত
হলে একেকটি স্বয়ংসম্পূর্ণ Sentence পরিণত হত। অর্থ প্রকাশের জন্য একটিকে অন্যটির
উপর নির্ভরশীল হতে না। যেমন—
He came. He saw everything.
[ এখানে He came (principal clause) এবং he saw everything (principal clause) এবং এই দুটি clause একসাথে coordinating conjunction 'and' দ্বারা যুক্ত হয়ে Coordinate Clause তৈরি করেছে। ]
মনে রাখুন :
যদি এদের একটি Principal Clause এবং একটি Subordinate Clause হয় এবং তারা একটি
coordinating conjunction কিন্তু তবুও তখন তাদের আর Coordinate Clause বলা যাবে
না।
Coordinate clause Principal clause এর সহগামী হতে পারে, কিংবা Subordinate clause এর সহগামী হতে পারে।
Practice More :
এখানে he lives এবং he works হলো coordinate clause.
Coordinate Clause চেনার উপায় :
আবার, যদি এমন হয় যে একটি Clause হল Subordinate clause এবং অপর clause টিও
Subordinate clause এবং এই দুটি clause একটি coordinating conjunction দ্বারা
সংযুক্ত আছে, তবে তাদের Coordinate Clause বলা যাবে। কারণ তারা এখানে
"সমশ্রেণী" অর্থাৎ উভয়ই যেমন—
We know that he dances and sings and thus earns money.
এখানে he dances, he sings, he earns money এই তিনটিই subordinate
clause এবং সবগুলিই and (coordinating clause) দ্বারা একে অপরের সাথে
যুক্ত হয়েছে। সুতরাং এরা প্রত্যেকেই coordinate clause.
এতোক্ষণে সমশ্রণী বিষয়টি নিশ্চয় খুব ভালোভাবেই আয়ত্ব করে ফেলেছেন। তাহলে আমরা
দেখলাম যে—
Coordinate clause Principal clause এর সহগামী হতে পারে, কিংবা Subordinate clause এর সহগামী হতে পারে।
Practice More :
She heard the news and (she) cried out in grief.
সে সংবাদটি শুনল এবং দুঃখের সাথে জোরে চিৎকার করে উঠল।
He went there but (he) could not see the man.
সে সেখানে গিয়েছিল কিন্তু লোকটার দেখা পায় নি।
You must study hard or (otherwise) you will fail.
তুমি অবশ্যই কঠোর লেখাপড়া করবে নইলে তুমি ফেল করবে।
উপরের আন্ডারলাইন করা অংশ দ্বারা coordinate clause বুঝানো হয়েছে। এতোক্ষণ আমরা
যে উদাহরণ গুলো দেখলাম সেগুলো (coordinate clause গুলো) principal clause এর
সহগামী। নিচের উদাহরণগুলো coordinate clause গুলো subordinate clause এর
অনুগামী (অর্থাৎ subordinate — subordinate সন্বন্ধ।)
He said that the man stopped in the way, (the man) picked up a piece of
string and went away.
এখানে the man stopped in the way, (the man) picked up a piece of string
(দড়ি), এবং (the man) went away প্রত্যেকেই subordinate clause কিন্তু একে
অপরের সাথে এদের সম্পর্ক হলো coordinating. সুতরাং এরা হলো coordinating
clause.
I know where he lives and works.
এখানে he lives এবং he works হলো coordinate clause.
Coordinate Clause চেনার উপায় :
এই Clause চেনার প্রধান উপায় হচ্ছে এই Clause এর সামনে অবশ্যই কোন না কোন
coordinate clause maker / conjunction হিসেবে and, or, nor, but, so, yet,
otherwise, either _______ or, not only ________ but also ইত্যাদি থাকে। যেমন—
He goes to school but I read the Quran.
এখানে but দ্বারা যুক্ত অংশ coordinate clause এবং সম্পূর্ন বাক্যটি একটি Compound Sentence
নোট :
Coordinate Clause যুক্ত বাক্যটি Compound sentence হয়।
Azibul Hasan