সাধারণ জ্ঞান : এলিজাবেথীয় যুগ (১৫৫৮-১৬০৩)

The Elizabethan Period
এলিজাবেথীয় যুগ
(১৫৫৮-১৬০৩)

১৫৫৮ খ্রিষ্টাব্দ থেকে শুরু করে ১৬০৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ৪৫ বছর পর্যন্ত সময়কে ইংরেজি সাহিত্যের The Elizabethan Period বলা হয়। রাজা Henry—Vlll এর কন্যা রাণী Elizabeth (l) (জন্ম— ১৫৩৩) এর নামানুসারে এই যুগের নামকরণ করা হয়েছে The Elizabethan Period। রাণী (Elizabeth) এলিজাবেথ ( ১৫৫৮ সালে ক্ষমতায় আসেন এবং ১৬০৩ সালে মৃত্যুবরণ করেন। সুতরাং এলিজাবেথীয় যুগ ১৫৫৮ সালে শুরু হয়ে ১৬০৩ সাল পর্যন্ত বিস্তৃত। এ সময়কালে ইংরেজি সাহিত্যের সকল শাখায় সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়। তাই এই যুগকে 'ইংরেজি সাহিত্যের স্বর্ণযুগ' (The Golden Age of English Literature / A nest of Singing Bird (গায়ক পাখির বাসা) যুগ বলে অভিহিত করা হয়। তাকে Virgin Queen বলা হয়। 
১৫৭৬ সালে প্রথম থিয়েটার স্থাপিত হয়। এ সময় কোন মহিলা লেখক / অভিনেত্রী ছিল না তাই পুরুষরাই নারী সেজে অভিনয় করত। 

সমসাময়িক গুরুত্বপূর্ণ তথ্য :
। ১ । এ সময় খ্রিষ্ট ধর্ম দুই ভাগ করা হয়। যথা— 
  • Catholic / Papist : যারা ধর্মগুরু pope এর অনুসারী ছিল। 
  • Protestant : যারা ধর্মগুরু pope এর বিরুদ্ধে ছিল। 

। ২ । গৃহযুদ্ধ (Civil War) : এ সময় গৃহযুদ্ধ বা Civil War অবসানের জন্য রাণী এলিজাবেথ Web Minister Abbey নামে একটি চার্চ পুননির্মান করেন। পরবর্তীতে এখানে বিজ্ঞানী নিউটন; কবি চসার; চার্লস ডিকেনসহ অনেক বিখ্যাতদের সমাহিত করা হয়। 

। ৩ । এলিজাবেথের বিখ্যাত উক্তি : (আগে দর্শনদারি পরে গুণ বিচারী —  A good face is the best letter of Recommendation) 

। ৪ । The Golden / Glorious Age of English Literature / Drama. 

এ যুগের প্রধান কয়েকজন সাহিত্যিক এর নাম (At a glance) : 
  • Thomas Norton & Thomas Sackville (নরটন এন্ড স্যাকভিলি)
  • Edmund Spenser (এডমন্ড স্পেন্সর)
  • Sir Philip Sidney (স্যার ফিলিপ সিডনি)
  • John Lyly (জন লিলি)
  • Thomas Kyd (টমাস কীড)
  • Robert Greene (রবার্ট গ্রীন)
  • George Peele (জর্জ পীল)
  • Christopher Marlowe (ক্রিস্টোফার ম্যার্লো)
  • Thomas Nashe (টমাস নাশি)
  • Francis Bacon (ফ্রান্সিস বেকন)
  • William Shakespeare (উইলিয়াম শেক্সপিয়ার) 
  • Ben Jonson (বেন জনসন)
  • Beaumont & Fletcher 
  • Richard Hooker 
  • Thomas More
  • Thomas Dekker 
  • Arthur Golding 
  • Nicholo Machiavelli 
  • Cyril Tourneur 
  • Migunl de Cervantes 
  • Galilio 

The University Wits বলতে যা বুঝায় : 
"The University Wits" হচ্ছে এলিজাবেথ যুগের এক দল নাট্যকার যারা Cambridge এবং Oxford এর witty (মেধাবী) students. এরা 16th শতাব্দীতে (১৫০০ - ১৬০০) London এ নাটক লিখত। এই দলের অন্তর্ভুক্ত প্রায় ৭ জন নাট্যকারগণের নাম সহজে মনে রাখার টেকনিক নিম্নে দেওয়া হল।

ছন্দ : কিড মরলে গ্রীণ লজ এ লিলি পিলি নাচে। (Kyd Marlow Greene Lodge Lyly Peele Nase) 
কিড (Kyd) = Thomas Kyd 
মরলে (Marlow) = Christopher Marlow
গ্রীণ (Greene) = Robert Greene 
লজ (Lodge) = Thomas Lodge 
লিলি (Lyly) = John Lyly 
পিলি (Peele) = George Peele 
নাচে (Nase) = Thomas Nashe 

এদের মধ্যে ১ জন (Thomas Kyd) Oxford ও Cambridge এর ছাত্র ছিল।
Post a Comment (0)
Previous Post Next Post