প্রবাস জীবন
মাতৃভূমি ছেড়ে যিনি অন্য দেশে থাকেন তিনিই প্রবাসী। অন্য দেশে থেকে জীবন-যাপন করাকে প্রবাসজীবন বলে আমাদের দেশের অনেক মানুষ প্রবাসে বসবাস করেন। তারা মূলত অর্থ উপার্জনের জন্য প্রবাসজীবনকে বেছে নিয়েছেন। প্রবাসজীবন অনেক কষ্টকর পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে থাকতে হয় তাদের। ইচ্ছে হলেও কারো সাথে দেখা করার সুযোগ নেই,মন চাইলেই কারো সাথে কথা বলার সুযোগ নেই। প্রবাসজীবনে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয়। শুরুতেই সবয়েছে বড় যে সমস্যায় পড়তে হয় তা হলো ভাষাগত সমস্যা। বিদেশিদের ভাষা যেমন বুঝতে সমস্যা হয়,তেমনি নিজের মনের ভাব তাদেত বোঝাতেও কষ্ট করতে হয়। এছাড়া রয়েছে আবাসন সমস্যা। খরচ বাঁচাতে একই রুমের মাঝে গাদাগাদি করে থাকতে হয় অনেককেই। এছাড়া খাবার সমস্যা ছাড়াও রয়েছে দৈনন্দিন জীবনযাপনে নানাবিধ সমস্যা। প্রবাসজীবনে অধিকাংশ মানুষই মানবেতর জীবন-যাপন করে। তাদের কষ্টার্জিত টাকা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখে।প্রবাসজীবনে উল্লেখযোগ্য একটি দিক হচ্ছে ভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানা যায়। ইচ্ছে করলে সে দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও যেকেউ জানতে পারে। হাসি-কান্না,সুখ-দুঃখ মিলিয়েই প্রবাসজীবন কাটে প্রতিটি প্রবাসীর।