অনুচ্ছেদ : এফএম রেডিও - FM Radio

এফএম রেডিও - FM Radio


প্রযুক্তিবিদ্যার বিস্ময়কর অগ্রগতিতে রেডিও একটি বিস্ময়কর মাইলফলক। বাংলাদেশে এতদিন শুধু সরকারিভাবে রেডিও চ্যানেল প্রচলিত ছিল। বিভিন্ন কেন্দ্র থেকে এগুলো মিডিয়াম ওয়েভ ও শর্ট ওয়েভে সম্প্রচারিত হয়ে আসছে। এগুলো এ এম রেডিও। কিন্তু বর্তমানে বেসরকারি উদ্যোগে বেশ কিছু রেডিও চ্যানেল এফ এম রেডিও বলা হয়। এফএম মানে ফ্রিকোয়েন্সি মডিউলেশন। নির্ধারিত দূরত্বের মধ্যে মানুষ এফ এম রেডিও শুনতে পাবে। এফএম রেডিও আমাদের দেশে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শহুরে তরুণদের মধ্যে। যখন মানুষ রেডিও শোনা ভুলতে বসেছিল ঠিক তখনি এফএম রেডিও মানুষকে আবার রেডিও শুনতে অভ্যস্ত করে তুলছে। এক্ষেত্রে তারা গগতানুগতিক রেডিও অনুষ্ঠানের বাইরে নিয়ে এসেছে গুণগত পরিবর্তন আর আধুনিকতার ছোঁয়া। শিক্ষা, জ্ঞান বিস্তার ও বিনোদনের সহজ মাধ্যম হিসেবে এফএম রেডিওর বিকল্প নেই। কর্মব্যস্ততাময় যান্ত্রিক জীবনে এফএম রেডিওর মতো বৈচিত্র্যময় অনুষ্ঠান মন থেকে সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে তাকে নিয়ে যায় অপার আনন্দলোকে। গতানুগতিক জীবনধারার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে এফএম রেডিও এর নানারকমের অনুষ্ঠানের মাধ্যমে মানুষ নির্মল বিনোদনের সুযোগ পায়। এফএম রেডিও বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের পাশাপাশি সংবাদও পরিবেশন করে থাকে। তাই দূরকে নিকট করে বিশ্বজোড়া সম্প্রীতি ও যোগাযোগের সুযোগ করে দিয়েছে। তবে এফএম রেডিওর কিছু নেতিবাচক দিক রয়েছে। এফএম রেডিও জকিরা বিভিন্ন অনুষ্ঠানে আধুনিকতার নামে ভাষাকে বিকৃত করে উপস্থাপন করে। এছাড়া অপসংস্কৃতি ও কিছু কুরুচিপূর্ণ অনুষ্ঠানও তারা প্রচার করে। এসব ক্ষতিকর দিক থেকে রেডিওকে মুক্ত থাকতে হবে। তাহলেই এফএম রেডিও মানুষের কল্যাণ বয়ে আনবে।
Post a Comment (0)
Previous Post Next Post