সাধারণ জ্ঞান : ইংরেজি সাহিত্যের মৌলিক বিষয়সমূহ

Basic Terms of English Literature
(ইংরেজি সাহিত্যের মৌলিক বিষয়সমূহ) 

ইংরেজি সাহিত্যের মৌলিক বিষয় ২ টি। যথা—
  • Literature types 
  • Literary Terms / Figure of Speech 

এগুলোর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হল নিম্নে — 

Literature types (সাহিত্যের ধরণ) : — সাহিত্যের লিখার বিভিন্ন রূপ / ধরণ / শাখা হতে পারে, যেমন— Autobiography (আত্মজীবনী), Drama / Play (নাটক), Poem (কবিতা), Song (গান), Story (গল্প), Eassy (প্রবন্ধ), Novel (উপন্যাস) ইত্যাদি। 

Literary Terms / Figure of Speech (সাহিত্যের অঙ্গসজ্জা / গঠন) : — সাহিত্যের মাধ্যমে পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন তুলনা, উপমা, উদাহরণ ইত্যাদি দ্বারা উপস্থাপনের কৌশলগুলোই হচ্ছে Figure of Speech। যেমন— Metaphor (রূপক), Simile (সিমিলি — উপমা), Attitude (দৃষ্টিভঙ্গি), Assonance (স্বরসাদৃশ্য), Allegory (রূপক কাহিনী), Blank verse (অমিত্রাক্ষর ছন্দ), Conceit (আত্মঅহমিকা), Dialogue (সংলাপ) ইত্যাদি। 

নিচে এগুলোর বিস্তারিত আলোচনা করা হল —

Autobiography
(আত্মজীবনী)
যে ব্যক্তি তার নিজের জীবন চরিত্র নিজেই লিখে তাকে autobiographer বলা হয়। আর ব্যক্তি নিজের সম্পর্কে যা লিখে তাকে Autobiography বলে। 

Q : When a writer writes the story of his own life is called ____? 
A : An autobiography 

Drama / Play
(নাটক)
(১) Drama vs Play : নাটক, before staged, is called  Drama; নাটক After staged is called Play. 

(২) Dramatist (নাট্যকার) : যিনি নাটক লিখেন—Play writer / playwright / dramatist.

(৩) Comedy Play (হাস্যরসাত্মক / মিলনাত্বক নাটক) : যে নাটকের মধ্যে কোনো বিশেষ বিষয়কে আনন্দের মাধ্যমে উপস্থাপন করা হয়, তাকে কমেডি নাটক বলে। এ নাটকের উদ্দেশ্যে হল দর্শককে আনন্দ দান করা। (A play that shows terrible things in a way that is intended to be funny that is called comedy play.)

(৪) Melodrama Play (আবেগপ্রধান নাটক) : যে নাটকে মূল বিষয় থাকে উত্তেজনাকর ও আবেগপ্রধান (Violent and sensational themes) তাকে মেলোড্রামা নাটক বলে। 

(৫) Protagonist (নাটকের মুখ্যচরিত্র) : নাটকের অভিনয়ের প্রধান বা মুখ্য চরিত্রকে প্রোটোগনিস্ট বলে। The leading character in a play. 

(৬) Tragedy Play (বিয়োগান্ত নাটক) : যে নাটকের সমাপ্তি হয় দুঃখের মধ্য দিয়ে তাকে ট্রাজেডি নাটক বলে। (A play that shows a tragic / a sad ending.)

(৭) Climax (সন্ধিক্ষণ) : নাটকের শেষ ধাপ / চরম পরিণতি / চূড়ান্ত পর্যায়কে Climax বলে। (A crisis (সন্ধিক্ষণ) in a drama is called Climax; at the highest point. 

(৮) Catastrophe (চরম বিপর্যয়) : The tragic end of dramatic events. 

উক্ত লেখনীর বিগত বিসিএস / জব প্রশ্ন

Q : The 'Climax' of a plot is what happens —
A : At the height. (ব্যাখ্যাঃ সাধারণত Climax অর্থ চূড়া বা শেষ প্রান্তে। সাহিত্যের ক্ষেত্রে নাটকের/ কোনো ঘটনার সর্বোচ্চ আবেগ প্রবণ বা কৌতুহলী অবস্থাকে বুঝায়। 

Q : 'Comedy' is—
A : A play that shows terrible things in a way that is intended to be funny. 

Q : 'Tragedy' means—
A : A serious play with a sad ending. 

Q : Protagonist refers to the ____ character? 
A : Central

Poem (কবিতা) এবং Song (সঙ্গীত) এর বিভিন্ন মৌলিক বিষয়গুলো ভালোভাবে জেনে রাখি—

Ballad (গাথা / চারণ কাব্য / লোকগাথা কবিতা) : আনন্দদায়ক গান / কবিতাকে Ballad বলে। (Romantic pop song is called ballad.)

Blank Verse (অমিত্রাক্ষর) : যে কবিতার শেষে ছন্দ থাকে না তবে পঞ্চ স্বরভুক্ত চরণ তাকে Blank Verse বলে। (Having no rhyming end; but have iamic pentameter.) 

Dirge (ডাজ —শোক সঙ্গীত) : যে গান দুঃখ, অনুতাপ এবং বেদনা প্রকাশ করে তাকে শোক সঙ্গীত বলে। (A song expressing grief, lamentation and mourning.) 

Elegy (শোকগাথা কবিতা) : যে কবিতায় দুঃখ, শোক, অনুতাপ এবং বেদনা প্রকাশ পায় তাকে Elegy বা শোকগাথা কবিতা বলে। (It is a poem of lamentation and mourning.) 

Epic (মহাকাব্য) : Heroic deeds is called Epic / মহাকাব্য; A long story— dealing with brave deeds. যেমন— Homer এর ইলিয়ড এবং ওডেসি।

Limerick (লিমেরিক — কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া / কবিতা) : A form of light verse (পাঁচ লাইনের হাস্য—রসাত্মক কবিতা / ছড়াকে Limerick বলে। 

Sonnet (সনেট) : A lyrical poem of 14 lines is called Sonnet. (চৌদ্দ লাইনের ভাব / অনুভূতি প্রকাশক কবিতাকে সনেট বলে।) The sonnet often consists of an octave and sestet. 

Parody (মিথ্যা অভিনয়) : To copy the style of someone or something in a humorous way. An absurd imitation of someone/something. 

Lyrical poem / Lyric (গীতি কাব্য) : Expressing personal thoughts and feelings in a beautiful way. 

বিগত বিসিএস / জব প্রশ্ন হতে

Q : What is a funny poem of five lines called?
A : Limerick. 

Q : 'Ballad' means—
A : Romantic pop song.

Q : 'Epic' means—
A : A long story dealing with brave deeds.

Q :  'সনেট' শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?
A : ইতালি থেকে।

Q : 'Ballad' is a kind of ___ poem? 
A : Narrative 

Metaphor Vs Simile

Metaphor (রূপক) : যখন দুটি আলাদা ব্যক্তি / বস্তু / বিষয়ের মধ্যে কাল্পনিকভাবে তুলনা করা হয়, যেখানে তুলনার ব্যাপারটিকে / বাক্যটিকে As, like, alike, the same, similar, the same as, as___ as,  so___as, resemble, as if শব্দগুলো সরাসরি উল্লেখ না থাকে তখন বাক্যটিকে Metaphor বলে। যেমন— Eva is a Rose. (এখানে Eva এবং Rose শব্দ দুটি একই বৈশিষ্ট্যের নয় আবার তুলনাবাচক কোনো শব্দের উল্লেখ নেই বিধায় তুলনাটি Metaphor হবে।)

নোট : একই জাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা হলে Metaphor হবে না। যেমন— Nazrul is Shelly. (এখানে নজরুল এবং শেলী দুজনই ব্যক্তি বা একই বৈশিষ্ট্যের তাই Metaphor হবে না।) 

আরো উদাহরণ (Metaphor)
(i) Nazrul is fire.
(ii) Nazrul is bird.
(iii) Your eyes are my sunshine.
(iv) The world is a stage.
(v) He is a pig.
(vi) Life is a dream.
(vii) That man is a mad dog now.
(viii) Youth is old and age is tame. 

Simile (সিমিলি — উপমা) : The comparsion of unlike things using the words like on as is known to be simile. — যখন দুটি আলাদা ব্যক্তি / বস্তু / বিষয়ের মধ্যে সরাসরি তুলনা করা হয়, যেখানে তুলনার ব্যাপারটিকে / বাক্যটিকে As, like, alike, the same, similar, the same as, as ___ as,  so ___ as, resemble, as if শব্দগুলো সরাসরি উল্লেখ থাকে তখন বাক্যটিকে Simile বলে। যেমন— Eva is like a Rose. (এখানে Eva এবং Rose শব্দ দুটি একই বৈশিষ্ট্যের নয় আবার তুলনাবাচক শব্দ like উল্লেখ আছে বিধায় তুলনাটি Simile হবে।)

নোট : একই জাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে তুলনা হলে Simile  হবে না। যেমন— Nazrul is Shelly. (এখানে নজরুল এবং শেলী দুজনই ব্যক্তি বা একই বৈশিষ্ট্যের তাই Simile  হবে না।) 

আরো উদাহরণ (Simile) : 
(i) Nazrul is like fire.
(ii) Your eyes are like sunshine. 
(iii) The world is like a stage. 
(iv) He eats like a pig.
(v) Life is as tedious as an old tale. 

বিগত বিসিএস / জব প্রশ্ন হতে
Q : The comparison of unlike things using the words like on as is known to be—
A : Simile

Q : 'I wandered Lonely as a cloud' is an example of —
A : Simile.

Q : That man is a mad dog now. It is an example of—
A : Metaphor

Basic Terms of English Literature
(ইংরেজি সাহিত্যের মৌলিক বিষয়সমূহ)

Personification (ব্যক্তিরূপে প্রকাশ) : যখন কোনো জড় বস্তু বাক্যে active / সক্রিয় subject না হয়েও subject আকারে বসে তখন উক্ত subject টিকে Personification বলে। example : *Mr. Pneumonia* was not a polite old gentle man. এখানে নিউমোনিয়া একটি রোগের নাম যা ব্যক্তি না হয়েও বাক্যে আকারে আছে তাই এটি হবে।

আরো উদাহরণ —  
(i) Time never waits for anyone. 
(ii) Faith answered.
(iii) The camera loves me.
(iv) The sun greeted me this morning. 
(v) Snow speaks to the people.
(vi) Trees were dancing with the wind.

Rhyme (ছন্দমিল) : একই রকম উচ্চারণবিশিষ্ট শব্দগুলোকে Rhyme (ছন্দমিল) হিসেবে সংজ্ঞায়িত করা যায়। Rhyme (রাইম) হচ্ছে অন্তমিল, শব্দসমূহের শেষ অংশে উচ্চারণের মিল। যেমন— light, fight, bite, kite, might ইত্যাদি। 

Alliteration (স্বরসাদৃশ্য) : The repetition of begining consonant sound is known as Alliteration. এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে— 
(১) একই রকম বর্ণ অথবা শব্দাংশ কিংবা উচ্চারণের পুনরাবৃত্তিতে ঘটবে।
(২) একই পুনরাবৃত্তি শব্দের প্রথমদিকে থাকবে।
(৩) শব্দগুলো হয় পর্যায়ক্রমিক না হয় প্রায় পর্যায়ক্রমিক হবে।

যেমন— Birds of the same feather flock together. (এখানে শব্দ দুটির শুরুতে 'F' Repeat হয়েছে। তাই এটি Alliteration) 

আরো উদাহরণ
(a) Ruins seize thee, ruthless king! —Alliteration
(b) Ten, thousands, tossing; —Alliteration
(c) Beside, beneath, breeeze; —Alliteration

Allegory (রূপক কাহিনী) : কোন গল্প বা কাহিনী যেখানে কল্পনা করে কিছু বলা হয়। A story or a narrative, জন বুনয়ান (John Bunyan) এর 'The pilgrim's progress একটি allegory । 

Homonyms (সমস্বর) : Spelling এবং  Pronunciation(উচ্চারণ) এক কিন্তু আলাদা অর্থ প্রকাশ করে এমন শব্দকে Homonyms বলে। যেমন— You are right. (এখানে right = সঠিক) আবার,  Look at your right. (এখানে right মানে Side / পাশে) 

Homophones (সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ) : Pronunciation (উচ্চারণ) একই রকম কিন্তু বানান এবং অর্থ দুটোই আলাদা এমন শব্দকে Homophones বলে। যেমন—
New — Knew ; Write — right [দুটি শব্দের উচ্চারণ একই হলেও বানান ও অর্থ দুটোই আলাদা ধরনের।]

Oxymoron (বিরোধলঙ্কার) : যে বাক্যে পাশাপাশি দুটি বিপরীত ধর্মী শব্দ থাকে তাকে Oxomoron বলে। 

Example
(a) He is regularly irregular
(b) He is constructively destructive
(c) I am always late.

Hyperbole (অতিরঞ্জিত) : কোনো ব্যক্তি বা বস্তুকে তার উপযুক্ত অবস্থানের চেয়ে অতিরঞ্জনের মাধ্যমে অতিরিক্ত গুরুত্ব প্রদান করাকে বা বিস্তারিত বর্ণনা করাকে Hyperbole বলে। (সহজ বাংলায় যাকে আমরা চাপাবাজি বা বাড়াবাড়ি বলে থাকি।)

উদাহরণ—
Ten thousand saw I at a glance (এখানে at a glance বা একদৃষ্টিতে কেউ ten thousand গণনা করতে পারে না তাই এরূপ বাড়িয়ে বলাকে Hyperbole বলে)। 

এরকম আরো উদাহরণ
(i) He is 900 years old.
(ii) I ate the whole cow.
(iii) I have told you a million times.
(iv) I am so hungry that I could eat a cow.

Machiavellian : ব্যক্তি স্বার্থ হাসিলকারী / চতুর চরিত্র— a scheming person, Cunning person, selfish person. 

Note :
Niccolo Machiavelli was an Italian Philosopher but he is synonymous with selfishness. So selfish characters are called Machiavellian.

Discourse (ভাষণ) : বাক্যের চেয়ে দীর্ঘ যেকোন কথ্য/ লিখিত ভাষা। (Any spoken or written language that is longer than a sentence.) 

Farce (প্রহসন) : অযৌক্তিক ও হাস্যকর চরিত্র দ্বারা শ্রোতাদের আনন্দ দেওয়ার লক্ষ্যে এক প্রকার নাটক। (A play that aims to entertain thr audience through the absurd and ridiculous (হাস্যকার) characters and actions.)

Dialogue (সংলাপ) : দুই বা তার অধিক ব্যক্তির মাঝে কথোপকথন। 

Monologue (স্বগতোক্তি) : এক ব্যক্তির নিজস্ব কথা, লিখা অথবা সম্পাদন করা।  Speech or writing produced, and often performed, by one person. 

Prologue (প্রৌলগ্ — ভূমিকা) : নাটক অথবা সাহিত্যের ভূমিকা বা প্রস্তাবনা। 

Diction (শব্দ চয়ন) : সাহিত্যের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন রকম দুর্লভ শব্দ ব্যবহার করাকে ডিকশন / Diction বলে। (The choice of words that a writer makes. Another term for vocabulary or lexis, although less used these days.)

Fiction (কল্পনা বা রোমান্স) : সাহিত্যের যে শাখা কাল্পনিক ঘটনা দ্বারা লেখা হয় তাকে Fiction বা কল্পনা / রোমান্স বলে। (A branch of literature that describes imaginary people and events.) 

Plot (উপন্যাস / নাটকের রূপরেখা) : The sequence of event in a poem.

Free verse (মুক্তক ছন্দ) : গঠন, নিয়ম, ধারাবাহিকতা ইত্যাদি না মেনেই ছন্দ তৈরী করে কবিতা লেখা। Verse written without any fixed structure (either in meter, rhyme or form.)

Satire (ব্যঙ্গ রচনা) : J. swift এর Gulliver's Travel এবং George Orwell এর Animal Farm এগুলো ব্যঙ্গাত্বক রচনা।

Vernacular (উপভাষা) : The native language a community uses for speech.

Quatrain (চার লাইনের পদ্য) : A stanza of four lines, which can have various rhyme ছন্দ schemes. 

Pentameter (পঞ্চপদী) : A line of verse containing five feet.

Hexameter (ষষ্ঠপদী) : A line of verse containing six feet.

Lament (শোকগাথা) : A poem expressing intense (ব্যাপক) grief.

Ode (গাথা কবিতা) : A verse form similar to a lyric but often more lengthy and containing more serious and elevated (উন্নত) thoughts. (The form of address is often used e.g. oh)

Allusion (পরোক্ষ উল্লেখ) : Allusion is a berif reference to a person, event or place, real of fictitious, or to a work of art.

Analogy (সাদৃশ্য) : A word or thing similar or parallel to another 

Brochure (পুস্তিকা) : A pamphlet is a comparably short work which is stitched, not bound.

Burlesque (ব্যঙ্গাত্মক রচান) : A literary or dramatic work intended to excite laughter by extravagant contrast or caricature. 

Canto (স্বর্গ / অংশ) : A subdivision of an epic or narrative poem

Chorus (বৃন্দগীতি) : Chorus is a group of performers in a play who comment on the action.

Couplet (শ্লোক / দ্বিপদী) : Two lines of verse rhyming together 

Dramatic monologue (নাটকীয় স্বগতোক্তি) : A literary work in which a single speaker expresses his thoughts and feelings to a silent listener. 

Episode (পর্ব) : An incident in a series of incidents.

Epitaph (সমাধি লিপি) : Inscription on a tomb of a monument. 

Fable (উপকথা / কল্পকাহিনি) : A short story that usually is about animals and that is intended to teach a lesson. 

Irony (গীতি কবিতা / বিদ্রুপ) : The use of words that mean the opposite of what you that is like a song : a lyruc poem

Mood (ক্রিয়ার ভাব) : Mood is the emotional attitude the author takes towards his subject. 

Pastoral (পল্লীজীবন বিষয়ক) :  Pastoral of or relating to the countryside or to the lives of people who live in the country. 

Syntax (বাক্যরীতি) : Syntax in literature refers to the actual way in which words and sentences are placed together in the writing. 

1 Comments

  1. এইটার pdf পাওয়া গেলে ভালো হত

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post