Geoffrey Chaucer
(জিওফ্রে চসার)
জীবন কথা :
জিওফ্রে চসার এর জন্ম ১৩৪৩ (মতান্তরে ১৩৪০) লন্ডনে এবং মৃত্যু ১৪০০ সালে। তাঁর বাবা John Chaucer ছিলেন থেমস স্ট্রিটের একজন মদের ব্যবসায়ী। কবি জিওফ্রে চসার ১৩৫৯ সালে ১৯ বছর বয়সে সৈনিক হিসেবে তৃতীয় এডওয়ার্ডের সেনাবাহিনীর সাথে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন। ১৪০০ সালের ২৫ শে অক্টোবর ওয়েস্টমিনস্টার এর একটি কক্ষে তিনি মারা যান। তাঁকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে কবিদের পূর্ণমর্যাদায় সমাহিত করা হয়।
জ্ঞানের কথা :
তাকে একাধারে কবি (Poet), জ্যোতির্বিজ্ঞানী (Astronomer), লেখক (Author), আমলা (Bureaucrat), দার্শনিক (Philosopher), কূটনীতিক (Diplomat) এবং সভাসদ (Courtier) ইত্যাদি বলা যায়।
উপাধি :
(1) তাঁকে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ ইংরেজি কবি (the Greatest English Poet of the Middle Ages) বলা হয়।
(2) তাঁকে ইংরেজি সাহিত্যের পিতা (Father of English literature) বলা হয় কারণ তাঁর মাধ্যমেই ইংরেজি সাহিত্যের মূল ধারাবাহিকতা শুরু হয়।
(3) সব মিলিয়ে তাঁকে আধুনিক ইংরেজি কবিতার জনক বলা হয় Father of Modern English Poetry)।
(4) তাঁকে ১৪ শতকের উপস্থাপন কবি বলা হয়। Representative poet of 14th century।
(5) এছাড়া তাঁকে আরো যেসব বলা হয়:
- The first great modernist;
- Father of English Language
- First Humorist in English literature
- The first great English short story teller
সাহিত্য কর্মের পরিচয় : ইংল্যান্ডের এই প্রথম কবি ইংরেজি (English) ও ফরাসি (French) উভয় ভাষাতেই অনর্গল কথা বলতেন। তাঁর সর্বশ্রেষ্ঠ রচনা The Canterbury Tales (1478) কাব্য। এই কাব্যে মোট ৩২ টি চরিত্র ও ১৪ টি story দিয়ে প্রায় ১৭,০০০ হাজার লাইন রয়েছে। এটি ছিল ফরাসি রোমান্টিক কাব্যের অনুকরণ।
সাহিত্যকর্ম (বিখ্যাত কাব্যগ্রন্থ)
- The Book of the Duchess
- The Canterbury Tales
- The Parliament of Fowls
- The House of Fame
- The Legend of Good Women
- Troilus and Criseyde
- Anelida and Arcite
- Nun priest Tale
- The clerks tale
- The knights tale
- The complaint to parity
- The complaint of mans
- The romance of the rose
জিওফ্রে চসারের এইসব বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কমবেশি প্রায়ই বিভিন্ন নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে এডমিশন পর্যায়ে আসে। সেজন্য উপরোল্লিখিত কাব্যগ্রন্থগুলো সহজে মনে রাখার একটা টেকনিক নিম্নে দেওয়া হল—
টেকনিক : জিওফ্রে চসার / গফুর চাচা তার— "The Book of the Duchess" এ "The Canterbury Tales" কবিতার মধ্যে লিখেছেন— "The Parliament of Fowls" / পাখিদের লোকসভা এবং "The House of Fame" / বিখ্যাতদের বাড়ীতে এই ২ ব্যক্তি "The Legend of Good Women" ভাল মহিলাদের কাহিনী গুলো কবিতা আকারে শোনেন।
Previous Question Analysis
Q : Who is the father of modern English poetry?
A : Geoffrey Chaucer
Q : Who is considered to be the father of English poem?
A : Geoffrey Chaucer
Q : Chaucer is the representative poet of—
A : 14th century
Q : Who translated the Bible into English for the first time?
A : John Wycliffe
Q : Who is the poet and diplomat of middle English period?
A : Geoffrey Chaucer