অনুচ্ছেদ : স্বাস্থ্য সংঘ

স্বাস্থ্য সংঘ


স্বাস্থ্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ। স্বাচ্ছন্দ্যের নানা ব্যবস্থা থাকলেও স্বাস্থ্যহীন ব্যক্তি জীবনের পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারে না। অথচ স্বাস্থ্য ভালো থাকলে জীবনের সব কাজেই স্পৃহা থাকে ও সহজেই উন্নতি লাভ করা যায়। স্বাস্থ্যরক্ষা করতে হলে আমাদের এর প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এইজন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য ও পরিমিত ব্যায়াম করা করা প্রয়োজন। আর স্বাস্থ্য সম্পর্কে মানুষকে যথার্থ জ্ঞানদান ও দিকনির্দেশনা দেবার উদ্দেশ্যে আমাদের দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যে সংগঠন গড়ে উঠেছে তাকে স্বাস্থ্য সংঘ বলে।স্বাস্থ্যরক্ষার জন্য আমাদেরকে কতগুলো প্রাকৃতিক নিয়ম যথাযথভাবে পালন করতে হয়, যার দ্বারা চিত্তের প্রফুল্লতা বিধান করা ও সঠিকভাবে অঙ্গ সঞ্চালন করা সম্ভব। আর প্রয়োজনীয়তা থেকেই আধুনিককালের স্বাস্থ্য সংঘের উৎপত্তি। স্বাস্থ্য সংঘ স্বাস্থ্যরক্ষার যাবতীয় নিয়ম ও উপায় সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। স্বাস্থ্য পরম ধন, যার যথার্থ পরিচর্যা ব্যতীত জীবন বৃথা তাই স্বাস্থ্য সংঘে অংশগ্রহণের মাধ্যমে আমরা স্বাস্থ্যরক্ষায় সচেষ্ট হতে পারি।
Post a Comment (0)
Previous Post Next Post