জব প্রস্তুতি
সহকারী জজ নিয়োগ প্রস্তুতি
ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি হতে পারে — জামিন নিষেধাজ্ঞা,আপীল।
ভার্চুয়াল পদ্ধতিতে সম্পন্ন হয় না — মামলা দায়ের।
বর্তমানে প্রচলিত শিশু আইন হলো — শিশু আইন,২০১৩।
২ বছর পর্যন্ত সাজা হলে — প্রবেশন দেওয়া যাবে।
Diary a Cause list—এ স্বাক্ষর করেন — বিচারক।
Transfer inter vivos meaning — transfer between living person.
সম্পত্তি হস্তান্তর করা যায় — ৫টি পদ্ধতিতে (TP Act)
Doctrine of lispendens নীতিটির মিল আছে — Res sub judge—এর সাথে।
ক ও খ এর মধ্যে চুক্তি হয়েছে,যদি ক এর জাহাজটি সমুদ্রে ডুবে যায়,খ ২ কোটি টাকা দিবে। এটি — Contingent Contract.
নাবালক কতৃর্ক সম্পাদিত চুক্তি শুরু থেকে বাতিল (Void ab intio) (Mohori Bibee v.Dharmondas Ghose) (১৯০৩)।
কবরস্থানকে যে ধরনের ভূমি বলা হয় — Homestead.
Land survey Tribunal—এর বিচারক — যুগ্ম দায়রা জজ।
বর্তমানে N.I.Act—এর মামলা বিচার করতে পারবে — যুগ্ম দায়রা জজ।
অগ্রক্রয়ের ক্ষেত্রে দরখাস্ত দায়ের করতে হয় — ২মাসের মধ্যে (৯৬) ধারা। কিন্তু মুসলিম আইনে অগ্রক্রয়ের নির্দিষ্ট তামাদি নাই।
খাই খালাসী বন্ধক (Usufructuary Mortage) — এর মেয়াদ ৭ বছরের বেশি নয় ( ধারা ৯৫)
কোন পক্ষ মারা গেলে ৯০ দিনের মধ্যে বৈধ প্রতিনিধি নিয়োগের আবেদন করতে হয়,আর এটিকে বলা হয় — কায়েম মুকাম।
বাদীকে অন্তর্বর্তীকালীন মুনাফার ক্ষেত্রে অবশ্যই প্রমাণ করতে হবে — বিবাদী সম্পত্তিতে বেআইনীভাবে দখলে ছিল।
আদালত প্রত্যেক মামলার বিবরণ একটি — রেজিস্ট্রার বইতে লিপিবদ্ধ করবেন। [আদেশ ৪ (২)]
দুর্নীতি দমন আইনে সম্পত্তির মিথ্যা তথ্য জমা দিলে সাজা হবে — ৩ বছর।
সসংবিধানের ১ম সংশোধনীতে উল্লেখিত বিষয়বস্তু — Expost facto legislation (Retrospective).
পারিবারিক আদালতের আদেশ অবমাননা করলে — ২০০ টাকা জরিমানা।
পারিবারিক আদালতে রায় দিবে — শুনানির ৭ দিন পর।
রায় প্রস্তুতের ৭দিনের মধ্যে — ডিক্রি প্রস্তুত করতে হয়।
বিষয়বস্তু যেখানে মোকদ্দমা হবে — সেখানে (ধারা—১৬)
Res Judicata—এর ব্যাখ্যা ৬টি।
সমন ৫ কার্যদিবসের মধ্যে — জারি করতে হবে।
সমন অমান্যের দন্ড — অনাধিক ৫০০/- জরিমানা।
লর্ড ম্যাকেল ১৮৩৩ সালে তৈরি করেন — দণ্ডবিধির একটি খসড়া।
স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি — ৭বছর কারাদন্ড ও অর্থদন্ড (ধারা -৩২৫)
স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি — যাবজ্জীবন কারাদণ্ড বা ১০ বছর কারাদন্ড ও অর্থদন্ড (ধারা — ৩২৬)
সেরেস্তাদার হলেন — সেরেস্তার প্রধান।
থানা ইনসপেকশন করেন — চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
জেলখানা পরিদর্শন করেন — জেলা জজ।
বায়া দলিলি — বায়া অর্থ বিক্রেতা অর্থাৎ যার নিকট হতে জমি ক্রয় করা হয় তার জমি সংক্রান্ত যে দলিল।
রাষ্ট্রের সকল নির্বাহী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সুপ্রিমকোর্টকে সহায়তা করতে বাধ্য সংবিধানের — ১১২ নং অনুচ্ছেদ অনুযায়ী।
ফৌজদারি কার্যবিধি ১৬৭ ধারা মতে,রিমান্ডের মেয়াদ সসর্বমোট — ১৫ দিনের অধিক নয়।
ফৌজদারি মামলায় হাইকোর্ট ব্যতীত অন্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে হয় — ৩০ দিনের মধ্যে।
Code of Criminal Procedure—এর যে ধারায় ফৌজদারি আদালতসমূহের শ্রেণিবিভাগ করা হয়েছে — ৬ ধারা।
Code of Criminal Procedure—এর যে ধারায় বিধান অনুযায়ী একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটর অনুমতি ব্যতীত তদন্ত কাজ করতে পারেন — ১৫৬
একজন বিচারাধীন আসামি যে ধারার বিধান অনুযায়ী, তার Defence — এর সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন — ৩৪০
কোনো চুক্তি আইনসঙ্গত হলেও Specific Relief Act — এর যে ধারার বিধান অনুযায়ী, আদালত চুক্তিটি বলবৎ করতে অস্বীকার করতে পারে — ২২
স্থায়ী নিষেধাজ্ঞা / ঘোষণামূলক মামলার কোর্ট ফি — ৩০০/-
পুলিশের দন্ড কার্যকর করার বিধান আছে — বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ অনুযায়ী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রমাণের ভার আসামির। উক্ত আইনে গ - শ্রেনির মাদক ব্যতীত সাজার ক্ষেত্রে অবশ্যই অর্থদন্ড দিতে হবে।
চেক ডিজঅনার মামলায় চেকের ৫০% জমা দিয়ে — আপিল করতে হয় (১৩৮—ক ধারা)
Nemo judex in cause sua মানে — কোনো ব্যক্তি নিজেই নিজের বিচার করতে পারবে না।
Peremtory Hearing— এর সময় Cost সহ সর্বোচ্চ সময় দেয়া যায় —৩ বার।
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' — এ ঘোষণাটি উল্লিখিত হয়েছে সংবিধানের — ৭নং অনুচ্ছেদ।
একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ জরিমানা করতে পারেন — ১০,০০০ টাকা।