ভাষা প্রতিযোগিতা
ভাষা প্রতিযোগিতা হচ্ছে বাংলা ভাষা বিষয়ক একটি প্রতিযোগিতা। এটিকে প্রতিযোগিতা না বলে প্রতিযোগ বলার যুক্তি হচ্ছে এটি আর দশটি প্রতিযোগিতার মতো কোনো সাধারণ প্রতিযোগিতা নয়। এখান পরীক্ষা দেয়া হলেও পরীক্ষাটি মজার। মূলত এটাকে একটি উৎসব হিসেবে বিবেচনা করা যায় বলে এর নাম ভাষা প্রতিযোগিতা। এর জন্য অন্যান্য পরীক্ষার মতো গলদকর্ম হয়ে পড়ালেখাও করতে হয় না। বাংলা ভাষা সম্পর্কে ভালো জানাশোনা থাকলেই এই পরীক্ষায় অংশগ্রহণ করা যায়। চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। চারটি বিভাগে তাদের বিভক্ত করা হয়ে থাকে। যেমন: চতুর্থ থেকে পঞ্চম শ্রেনি থাকে ক গ্রুপে, ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি থাকে খ গ্রুপে, নবম থেকে দশম শ্রেণি থাকে গ গ্রুপে, একাদশ থেকে দ্বাদশ শ্রেনি থাকে ঘ গ্রুপে। ২০০৫ সাল থেকে বেসরকারি উদ্যোগে এই প্রতিযোগিতার সূচনা হয়।এইসএসবিসি ব্যাংকের সহযোগিতায় প্রতিযোগটির আয়োজন করে দৈনিক 'প্রথম আলো'। এই প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বাংলা ভাষা ব্যবহারের প্রতি সচেতনতা তৈরি করা। কেননা বাংলা ভাষা হচ্ছে হুমকির মুখোমুখি। স্যাটেলাইট চ্যানেল ও রেডিও জকিদের উদ্ভট বাংলা ব্যবহারের ফলে বাংলা ভাষা শ্রীহীন হয়ে পড়েছে। তাই ভাষার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করে আয়োজকরা। এ পর্যন্ত ৯০০ স্কুলের ৬০,০০০ শিক্ষার্থী অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। প্রতিবছর মার্চ মাসে স্বাধীনতার চেতনাকে ধারণ করে এ ভাষা প্রতিযোগের উৎসবটি পালন করা হয়ে আসছে। ধীরে ধীরে ওই উৎসবটি জনপ্রিয় হয়ে উঠেছে।