বাংলাদেশের ক্ষুদ্র -নৃতাত্তিক জনগোষ্ঠী
বাংলাদেশ নানান জাতি ভাষা ও সংস্কৃতির দেশ। এ কারণেই বাংলাদেশের সাংস্কৃতিক অতি বৈচিত্র্যময়। এদেশের মূল জনগোষ্ঠী হচ্ছে বাঙালি। এছাড়াও রয়েছে আরো অনেক ক্ষুদ্র জাতিসত্তা। বাঙালিদের মতো তাদেরও রয়েছে নিজস্ব ভাষা ও বিচিত্র সংস্কৃতি। বাংলাদেশের অসংখ্যা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী মধ্যে গারো, চাকমা, মারমা, ত্রিপুরা, মনিপুরী, সাঁওতাল উল্লেখযোগ্য এসব ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাস পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, নাটোর, রাজশাহীতে রয়েছে এদের বসতি প্রত্যেকটি নৃতাত্ত্বিক গোষ্ঠীর রয়েছে স্বতন্ত্র পরিচয়, ভাষা, সংস্কৃতি ও জীবনাচার। এদেশের সকল মানুষ জাতীয়তার পরিচয়ে এক এবং দেশকে ভালোবাসার ক্ষেত্রে ঐক্যবদ্ধ। বিভিন্ন জাতিসত্তার বৈচিত্র্য থাকা সত্ত্বেও সকলের মধ্যে একতার শক্তি বাংলাদেশকে করেছে সুন্দর ও বর্নময়। বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জীবনাচার আমাদের জাতীয় সাংস্কৃতিকে করেছে সমৃদ্ধ আর বৈচিত্র্যময়। এছাড়া এদেশের সামগ্রিক উন্নয়নে ক্ষুদ্র জাতিগোষ্ঠীসমূহ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। স্বাধীনতা যুদ্ধেও বাঙালির পাশাপাশি এদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সমানভাবে ভূমিকা পালন করেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
Onek sundor hoeche onuchched ta
ReplyDelete👍
Delete