লোকশিল্প জাদুঘর
লোকশিল্প বাংলাদেশের দেশীয় শিল্পের ঐতিহ্যের ধারক। আবহমানকাল থেকে দেশের বিভিন্ন সম্প্রদায় এই শিল্পকে বাঁচিয়ে রেখেছে। আর এই শিল্পকে বাঁচিয়ে রাখার ব্যাপারে সকল উদ্যোগ গ্রহণ করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদীন বাংলাদেশের লোকশিল্পের অতীত কীর্তি সমূহ সংরক্ষণের জন্য সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর স্থাপন করেছিলেন তিনি। কালের গর্ভে গ্রামীণ লোকশিল্পগুলো হারিয়ে যাচ্ছিল এই যাদুঘর স্থাপন করে এগুলো সংরক্ষনের ব্যবস্থা করেছিল। এটি সোনারগাঁওয়ে অবস্থিত। ১৯৯৬ সালের ৬ অক্টোবর সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে শিল্পাচার্য জয়নুল আবেদীন নামকরণ করা হয়েছে। এই জাদুঘরে নকশী কাঁথা, মাটির পাত্র, বেত, কাঁসা, মসলিন বস্ত্র, তেঁজসপত্র মোঘল আমলের বার ভূঁইয়াদের মধ্যকার নারী পুরুষের ব্যবহৃত অলংকার, অস্ত্র, নিত্যদিনের ব্যবহার্য জিনিসপত্র। এই জাদুঘর সেই সময়কার বাংলার ইতিহাস ও ঐতিহ্যকে পরিপূর্ণভাবে ধারণ করে আছে। এই লোকশিল্প জাদুঘরটি এককথায় অতুলনীয়। যান্ত্রিক সভ্যতার আধুনিক যুগে আধুনিক শিল্পের ঝকঝকে ও চকচকে পণ্যের ভিড়েও আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এই লোকশিল্প জাদুঘরটির সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন।
Thanks
ReplyDelete