আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

অনুচ্ছেদ : আমার সবচেয়ে ভালো বন্ধু

আমার সবচেয়ে ভালো বন্ধু


আমার নাম রনি। আমি ৬ষ্ঠ শ্রেণিতে পড়ি। আমার একজন সবচেয়ে ভালো বন্ধু আছে। তার নাম জনি। সেও আমার সমবয়সি। সে শুধু আমার ভালো বন্ধু নয় আমার চাচাতো ভাই বটে। সে ঢাকায় বসবাস করে। সে ঢাকা লেব্রেটরী হাই স্কুলে পড়ে। সে লেখাপড়ায় খুব ভালো এবং মেধাবি ছাত্র হিসেবে পরিচিত। সে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্থি পেয়েছে। সে লেখাপড়ায় খুব মনোযোগী। সে তার মা-বাবার কথা মেনে চলে। লেখাপড়ার পাশাপাশি সে ফুটবল ক্রিকেট খেলায় পারদর্শী। সে ক্লাসের পাঠ্য বই ছাড়াও ম্যাগাজিন, সংবাদপত্র পড়ে থাকে। সে অবসরে গান শুনে ছবি আঁকে। পরীক্ষা শেষে বেড়াতে খুব পছন্দ করে। সে খুব দয়ালু, ভদ্র, বিশ্বস্ত। সে আমার একই ক্লাসে পড়ুয়া হলেও তার লেখা পড়া খেলাধুলা অন্যান্য কাজ কর্মে আমি উৎসাহ পেয়ে থাকি। মাঝে মাঝে উভয়ের পারিবারিক মোবাইল ফোন থেকে কথাবার্তা হয় এবং ফেসবুকে যোগাযোগ হয়। এভাবে আমরা একে অপরের সাথে পড়ালেখা ও অন্যান্য বিষয়ে কথা বলি। এসব কারণে সে আমার সবচেয়ে ভালো বন্ধু।
Post a Comment (0)
Previous Post Next Post