অনুচ্ছেদ : আমার প্রিয় বই

আমার প্রিয় বই


আমার প্রিয় বই হচ্ছে 'জীবন আমার বোন'। বাংলাদেশের অন্যতম শক্তিশালী কথাসাহিত্যিক মাহমুদুল হকের অন্যতন শ্রেষ্ঠ উপন্যাস এটি। 'জীবন আমার বোন' একটি এন্টি-রিয়ালিস্ট উপন্যাস। তার পটভুমি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়। ঐ সময়ের একজন ব্যক্তির চোখের লেন্সে ধারণ করা এক টুকরো উত্তাল বাংলাদেশ প্রতিফলিত হয়েছে 'জীবন আমার বোন' উপন্যাসে। সাধারণত মুক্তিযুদ্ধের উপন্যাসে লেখকরা উপন্যাসের নায়ককে মুক্তিযোদ্ধা বানান। সমস্ত ঘটনা প্রবাহের কেন্দ্র বিন্দুতে উপন্যাসের নায়ককে রেখে ঘটনাত প্রত্যক্ষ বর্ণনা হাজির করেন। কিন্তু মাহমুদুল হক এখান্ব ব্যতিক্রম। 'জীবন আমার বোন' মুক্তিযুদ্ধকে ধারণ করলেও যুদ্ধ আর বীরত্ব গাঁথা নিয়ে মেতে থাকেন নি পৃষ্ঠার পর পৃষ্ঠা এই সময়ের একজন সাধারন মানুষের দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধ এবং তার পূর্বের রাজনৈতিক অবস্থাকে দেখানোর চেষ্টা করেছে মাহমুদুল হক। বলতে গেলে মাহমুদুল হকই মুক্তিযুদ্ধকালীন রাজনৈতিক পপটভূমিতে অবস্থান করা সংখ্যাগরিষ্ট মানুষের প্রকৃতি ইতিহাস নির্মাণ করেছেন। কারণ বিপুল জনগোষ্ঠীর তুলনায় মুক্তিযোদ্ধা আর রাজনীতির সাথে সম্পৃক্ত মানুষের সংখ্যা কমই ছিল।  মাহমুদুল হক সে সংখ্যাগরিষ্টের চিত্র অংকন করেছেন। উপন্যাসের নায়ক খোকাও একজন সাধারণ মানুষ। উপন্যাসের শেষ অধ্যায়ে উপন্যাসিকও স্বীকার করে নিয়েছেম 'খোকা' গল্পের এই খানেই সমাপ্তি, কেননা খোকা এমন কিছু করেনি যে ইতিহাসের পাতায় তার নাম থাকবে। মুমূর্ষু বাঙালি জাতি ইতিহাস তৈরির নেশায় মেতে উঠেছিল; এক পলায়ন ছাড়া সেখানে খোকার কোন ভূমিকা নেই। ইতিহাসের ধূসর আড়ালে খোকারই তো প্রথম মুখ লুকোবার কথা।
Post a Comment (0)
Previous Post Next Post