Principal Clause
Principal Clause : যে Clause অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো Clause এর উপর
নির্ভরশীল নয়, অর্থাৎ স্বাধীনভাবে নিজেই অর্থ প্রকাশ করতে পারে তাকে Principal
Clause বলে। Principal Clause ছাড়াও এটি Main Clause / Independent Clause বলেও
পরিচিত।
Principal Clause এর সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো একে মূল Sentence থেকে আলাদা করে
লিখলেও এটি একটি স্বাধীন বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে সক্ষম। উদাহরণের মাধ্যমে
চলুন বিষয়টি সহজ করি—
I have a cow which is red.
উপরের বাক্য আন্ডারলাইন করা চিহ্নিত অংশটি অর্থাৎ I have a cow অংশটি হলো Principal Clause. কারণ এটিকে মূল বাক্য থেকে আলাদা ক'রে লিখলেও এর নিজস্ব একটি অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়। যেমন—
I have a cow.
আমার একটি গরু আছে।
কিন্তু এই স্বাধীন বাক্যটিই উপরের বাক্যে একটি অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার একটি জটিল উদাহরণে যাই চলুন—
The boy is playing football.
The boy is my brother.
এখন এই বাক্য দুটিকে যদি একটি Relative Pronoun— who ব্যবহার ক'রে যুক্ত করি তাহলে পাওয়া যাবে—
The boy who is playing football is my brother.
এখন, তোমাদের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে— বাকি অংশটিও তো আলাদাভাবে একটি বাক্য ছিল। তবে এটিকে কেন Principal Clause বলা হবে না?
ঠিকই। বাকি অংশটি আগে (যুক্ত হবার আগে) এমন ছিল :
The boy is playing football. কিন্তু পরবর্তীতে এর আগে Relative
Pronoun— who যুক্ত হবার পরে এর স্বাধীনতা নষ্ট হয়ে গিয়েছে।
who is playing football অংশটি তখন আর কোনো স্বাধীন বাক্য হিসেবে
ব্যবহৃত হতে পারে। কারণ, "যে ফুটবল খেলছে" —এটি একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ
করতে পারছে না। এর আগে অথবা পিছে কিছু বলে একে পূর্ণাঙ্গ বাক্যে পরিণত করতে
হচ্ছে। সুতরাং, এজন্য এই অংশটি Principal Clause নয়। এটি হলো Sub-ordinate
Clause. যেটি সম্পর্কে আমরা পরবর্তীতে জানব।
Example :
Pinku comes to me when he has time.
Dina wanted a pen which was costly. (দামী)
We bought a house but we again sold it.
We eat in order that (এই উদ্দেশ্য যে) we may live. (আমরা যেন
বাঁচতে পারি)
He worked hard so that (যেন) he could succeed in life.
[ উপরের আন্ডারলাইন করা অংশটুকু হচ্ছে Principal Clause.]
Principal Clause চেনার ম্যাজিক টেকনিক :
Principal Clause চেনার প্রধান উপায় হচ্ছে এরূপ Clause এর সামনে (W/H word, though, although, but, since ইত্যাদি) কোন প্রকার Clause marker / Conjunction থাকে না।
নোট :
Main clause একা থাকলে বাক্যটি Simple Sentence হয়। আবার বলা যায়, Simple
Sentence গুলো সর্বদাই Main clause হয়। অন্যদিকে Complex ও Compound Sentence
এর Conjunction যুক্ত Clause বাদে বাকি Clause টি main clause হয়।
উদাহরণ—
(i) Simple : The children are safe.
(ii) Compound : He goes to school but I read the Quran.
[ উপরের আন্ডারলাইন করা অংশটুকু হচ্ছে Principal Clause.]
Practice More :
The table has four chairs.
(This is the example of a Principal clause)
Advanced level
Look before you leap.
(ভাবিয়া করিয়ো কাজ / দেখেশুনে কাজ করো।)
ব্যাখ্যা :
এখানে Look একটি verb যার subject "you" উহ্য আছে; সুতরাং Principal clause টি
হলো you look এবং Sub-ordinate clause টি হলো you leap.