অনুচ্ছেদ : কুইজ প্রতিযোগিতা

কুইজ প্রতিযোগিতা


কুইজ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে জেরা বা জিজ্ঞাসাবাদ। তবে, প্রচলিত অর্থে কুইজ বলতে আমরা বুঝি সাধারণ জ্ঞানের পরীক্ষা করাকে। বিস্তারিতভাবে বললে, কুইজ প্রতিযোগিতা হচ্ছে মেধা যাচাইমূলক একটি প্রতিযোগিতা। মূলত শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে মেধা ও তথ্য ভান্ডার পরীক্ষা করার একটি সার্বজনীন প্রক্রিয়া হিসেবে কুইজ প্রতিযোগিতা বহুবছর ধরে প্রচলিত হয়ে আসছে। পৃথক অথবা দলবদ্ধভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এ প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে উপস্থাপকের প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে নম্বর সংগ্রহ করা। সর্বোচ্চ প্রশ্নের সঠিক উত্তর প্রদানকারী বিজয় হিসেবে নির্বাচিত হয়ে থাকে। আবার কখনো কখনো নানা ধরনের বিষয়েও প্রশ্ন করা হয়ে থাকে। প্রতিযোগীদের স্বল্প সময়্ব্র ভেতরে প্রশ্নের সঠিক উত্তরটি দিতে হয়। সেক্ষেত্রে নানা বিষয়ে প্রচুর পড়াশোনা করা দরকার। কুইজ প্রতিযোগিতার অন্যতম একটি সুফল হচ্ছে এর মাধ্যমে শিক্ষার্থীদের স্মৃতি শক্তিরও পরীক্ষা হয়ে যায়। কেননা কুইজ করা প্রশ্নগুলোর উত্তর স্মৃতি শক্তি প্রয়োগ করেই দিতে হয়। ফলে যাদের স্মৃতিশক্তি প্রখর ও প্রচুর জানাশোনা আছে তারাই কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়। বর্তমানে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেও কুইজ মাস্টাররা কুইজ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। ইইন্টারনেট ব্যবহারকারী যেকোনো ব্যক্তি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভার প্রমান রাখতে পারেন। বর্তমানে 'কে হতে চায় কোটিপতি'র মতো কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনেকে আর্থিকভাবে লাভবান হচ্ছে। এছাড়া ভাষা প্রতিযোগের মতো ব্যতিক্রমী কুইজ প্রতিযোগিতাও ইদানীং দেখা যাচ্ছে। সর্বোপরি বলা যায়, মেধাকে শানিয়ে নেওয়ার ক্ষেত্রে কুইজ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Post a Comment (0)
Previous Post Next Post