অনুচ্ছেদ : লাইনে দাঁড়ানো

লাইনে দাঁড়ানো


রামেন্দ্রসুন্দর ত্রিবেদী বলেছেন, 'প্রকৃতির রাজ্যে অনিয়মের অস্তিত্ব বাই,সর্বত্রই শৃঙ্খলা'। নিখিল বিশ্বের অণু পরমাণু থেকে শুরু করে চন্দ্র সূর্য, গ্রহ তারা তথা ঋতুচক্র সর্বদা নিয়ম মেনে চলে। মহাবিশ্বে এর ব্যতিক্রম ঘটলেই হতে পারে মহাপ্রলয়। মানবজীবনও শৃঙ্খলাহীন হয়ে পড়লে এর প্রভাব পড়ে সমাজে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গেলে নানা ক্ষেত্রে ধৈর্য্য ও শৃঙ্খলার পরিচয় দিতে হয়। আমাদের প্রতিদিন কোনো না কোনো কাজে লাইনে দাঁড়াতে হয়। বাসে উঠার জন্য লাইনে দাঁড়াতে হয়, ব্যাংকে টাকা জমা বা উত্তোলনের জন্য লাইনে দাঁড়াতে হয়, সিনেমা ও ক্রিকেট খেলার টিকেট কাটতে গেলে বা দেখতে গেলেও লাইনে দাঁড়াতে হয়। এই রকম আরো অনেক ক্ষেত্রেই আমাদের প্রতিদিন কিউ বা লাইনে দাঁড়াতে হয়। লাইনে দাঁড়ানো অমর্যাদার কিছু নয়। লাইনে দাঁড়ালে কাজটি সুশৃঙ্খলভাবে শেষ  হয়। কিন্তু আমাদের দেশের অধিকাংশ মানুষ অস্থির প্রকৃতির। তাদের লাইনে দাঁড়ানোর ধৈর্য্য হয় না। এর ফলে অনেক ক্ষেত্রে হুড়োহুড়ি এবং ক্ষেত্র বিশেষে সংঘর্ষের মতো ঘটনা ঘটে। সামান্য ধৈর্য্য আর শৃঙ্খলার অভাবে আমাদের সমাজ বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে। প্রত্যেকেরই ব্যস্ত সময় অতিক্রম করতে হয়, প্রত্যেকেরই সময়ের মূল্য আছে। আগে আসা ব্যক্তিটি অগ্রাধিকার পাবে, এ কথা ভুলে গেলে চলবে না। আগে আসার ভিত্তিতেই লাইন তৈরি হওয়ার নিয়ম। এ নিয়মকে উন্নত বিশ্বের মতো আমাদের সকলের সম্মান করা উচিত। তাই যতটা সম্ভব নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ানো উচিত, যাতে অন্য কারো অসুবিধার সৃষ্টি না হয়।
Post a Comment (0)
Previous Post Next Post