উইলিয়াম কেরী
(উইলিয়াম কেরি নামটি বিদেশী হলেও তিনি বাংলা বই লিখেছেন এবং সেখানে তিনি ঈ—কার দিয়েই তাঁর নাম 'কেরী' লিখেছেন।)
উইলিয়াম কেরি কবে জন্মগ্রহণ করেন? — ১৭৬১ সালের ১৭ জুলাই।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — নর্দানটন শায়ার, ইংল্যান্ডে।
তিনি মূলত কী ছিলেন? — মিশনারী ও বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক।
তিনি কার কাছ থেকে গ্রিক, ল্যাটিন ভাষা এবং বিজ্ঞান, ইতিহাস, ভূগোল প্রভূতি বিষয়ে জ্ঞান অর্জন করেন? — টমাস জোনস।
তিনি কিভাবে বাংলা ভাষা শেখেন? — ইংল্যান্ড থেকে জাহাজযোগে কলকাতায় আসতে তখন সমুদ্র পথে প্রায় ছয় মাস সময় লাগত। এই সময় জাহাজের বাঙালি খালাসিদের কাছ থেকে তিনি বাংলা শেখেন।
তিনি কত সালে ধর্ম প্রচারের জন্য ভারতে আসেন? — ১৭৯৩ সালে খ্রিষ্টাব্দে।
তিনি শ্রীরামপুর ব্যাপিস্ট মিশন (যাকে শ্রীরামপুর মিশন বলে) প্রতিষ্ঠা করেন কত সালে? — ১৮০০ খ্রিষ্টাব্দের ১০ই জানুয়ারি।
তিনি কত সালে 'ম্যাথু রচিত সমাচার' — এর প্রথম পৃষ্ঠা বাংলা ভাষায় মুদ্রিত করেন? — ১৮০০ র ১৮ ই মার্চ।
শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থটির নাম কী? — 'মথী রচিত মিশন সমাচার'। এটিই বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ। মুদ্রিত হয় ১৮০০ খ্রিষ্টাব্দের অগস্ট মাসে।
তিনি কত সালে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন? — ১৮০১ —র মে মাস থেকে ত্রিশ বছর অধ্যাপনা করেন। তিনি একই সঙ্গে সংস্কৃত ও মারাঠি ভাষাও পড়াতেন।
তাঁর নিজস্ব রচনা কী কী? এগুলো বিশিষ্ট কেন? — কথোপকথন (১৮০১) ও ইতিহাসমালা (১৮১২)। এই দুটোতে সূচনাকালীন বাংলা গদ্যের প্রস্তুতি ও প্রতিষ্ঠাপ্রয়াস উল্লেখযোগ্য।
'কথোপকথন' গ্রন্থের পরিচয় দাও।
— একাধিক মানুষের মুখের সাধারণ কথা বা কথোপকথন বা ডায়ালগ এ গ্রন্থের উপজীব্য। বাংলা লিখিত সূচনাকালীন নমুনা এখানে উল্লেখকৃত। স্ল্যাং বা গালিগালাজও বাদ দেওয়া হয় নি। এ গ্রন্থের ঐতিহাসিক মূল্য প্রচুর।
'ইতিহাসমালা' গ্রন্থের পরিচয় দাও।
— 'ইতিহাসমালা' (১৮১২) উইলিয়াম কেরি সঙ্কলিত বিভিন্ন বিষয়ের ১৫০ টি গল্পের সংগ্রহ। আধুনিক ভারতীয় সাহিত্যের এটি প্রথম গল্পসংগ্রহ। গল্পগুলি বাংলাদেশের নানা অঞ্চলে প্রচলিত ছিল।
তাঁর নেতৃত্বে শ্রীরামপুর থেকে কতগুলো ভাষায় খ্রিষ্টধর্ম গ্রন্থের অনুবাদ প্রকাশিত হয়? — ৪০ টি।
তিনি কোন কোন ভাষায় ব্যাকরণ রচনা করেন? — মারাঠি (১৮০৫), সংস্কৃত (১৮০৬), পাঞ্জাবি (১৮১২), তেলিঙ্গা (১৮১৪)। ভারতীয় ভাষায় রচনা করেন : মারাঠা (১৮১৮), বাংলা (১৮১৮)।
তিনি কতসালে রামায়ণ সম্পাদনা করেন? — ১৮০৬—১৮১০।
তিনি কিসের জন্যে অমর হয়ে থাকবেন? — বাংলা গদ্যের সূচনাকালীন অবদান, বাংলা লিপির সংস্কার এবং এদেশীয় কৃৃষ্টি, উদ্ভিদবিদ্যা ও প্রাণিবিদ্যা নিয়ে গবেষণার জন্য।
কেরি রচিত ইংরেজিতে বাংলা ব্যাকরণের নাম কী? — এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ (১৮০১)।
তাঁর রচিত গ্রন্থের সংখ্যা কত? — অর্ধশত (প্রায়)।
ভারতে আসার আগে তাঁর মূল পেশা কী ছিল? — পাদুকা নির্মাণ।
তিনি বাংলা গদ্যের বিকাশধারায় চিরস্মরণীয় কেন? — গদ্য ও পাঠ্যপুস্তকের জন্য।
তাঁর মৃত্যু তারিখ কত? — ৯ই জুন, ১৮৩৪।