গোলাম মোস্তফা
গোলাম মোস্তফা কবে জন্মগ্রহণ করেন? — ১৮৯৭ খ্রিষ্টাব্দে।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — গ্রাম- মনোহরপুর, শৈলকুপা, ঝিনাইদহ।
তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন সম্পর্কে লিখ। — কলকাতা রিপন কলেজ থেকে বি.এ ও বি.টি ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে তাঁর পেশা কি ছিল? — শিক্ষকতা।
তাঁর কাব্যের মূল বিষয়বস্তু কী? — ইসলাম ও প্রেম।
তিনি পাকিস্তান আন্দোলনের পটভূমিকায় প্রচুর পরিমাণে কোন ধরনের সাহিত্য রচনা করতেন? — ইসলাম ও পাকিস্তান প্রীতি সঙ্গীত।
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু এই প্রশ্নে তিনি কোনটির প্রতি সমর্থন দিয়েছিলেন? — উর্দু ভাষাকে।
গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থগুলো কি কি? — রক্তরাগ (১৯২৪), খোশরোজ (১৯২৯), কাব্যকাহিনী (১৯৩২), সাহারা (১৯৩৬), হাসনাহেনা (১৯৩৮), বুলবুলিস্তান (১৯৪৯), তারানা ই পাকিস্তান (১৯৫৬), বনি আদম (১৯৫৮), গীতি সঞ্চয়ন (১৯৬৮) ইত্যাদি।
তাঁর রচিত ও সমাদৃত গদ্যগ্রন্থগুলো কী কী? — রাসূল (সঃ) এর জীবনীমূলক গ্রন্থ "বিশ্বনবী" (১৯৪২), ইসলাম ও জেহাদ (১৯৪৭), ইসলাম ও কমিউনিজম (১৯৪৬), আমার চিন্তাধারা (১৯৫২)।
তিনি কি কি উপাধিতে ভূষিত হন? — ১৯৫২ তে যশোর সাহিত্য সংঘ কর্তৃক কাব্যসুধাকর ও ১৯৬০ এ পাকিস্তান সরকার কর্তৃক সিতারা ই ইমতিয়াজ উপাধিতে ভূষিত হন।
তিনি কবে ও কোথায় মৃত্যুবরণ করেন? — ১৩ ই অক্টোবর, ১৯৬৪ সালে; ঢাকায়।