হোস্টেল জীবনের বর্ণনা দিয়ে পিতার নিকট পত্র লেখো

হোস্টেল জীবনের বর্ণনা দিয়ে তোমার পিতার নিকট পত্র লেখো।

অথবা, ছাত্রাবাস জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে তোমার বাবার নিকট পত্র লেখো।


৩০ কাগজিটোলা, ঢাকা
২৩শে ফেব্রুয়ারি ২০১৫

শ্রদ্ধেয় আব্বা,
আমার সালাম গ্রহণ করবেন। আশা করি বাড়ির সবাইকে নিয়ে ভালো আছেন। আমিও ভালো আছি। গতকাল আপনার পত্র পেয়েছি। আপনি আমার হোস্টেল জীবনের অভিজ্ঞতা জানতে চেয়েছেন।

সত্যি বলতে, এ অল্প কদিনের হোস্টেল জীবনে আমি বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছি। জীবনের বাস্তবতা এখন মর্মে মর্মে উপলব্ধি করতে পারছি। এইতো কিছুদিন আগেও আপনারাই আমার ভালো মন্দ দেখাশোনা করেছেন; কিন্তু আজ আমাকেই বিচার বিবেচনা করে চলতে হচ্ছে। হোস্টেলের খাবারের মান মোটেও ভালো না। কী যে সব রান্না করে, তরকারির উপর ভেসে থাকে তেল, মরা চালের ভাতের পচা গন্ধ আর পানির চেয়েও পাতলা ডাল। প্রথম প্রথম খাবারের প্রতি বিরক্ত থাকলেও এখন অভ্যস্ত হয়ে উঠেছি। আমি জানি, জীবনে কিছু পেতে হলে এরকম ছোটখাটো কষ্ট করতেই হয়। খাবারের ব্যাপারটা বাদ দিলে আর সব ব্যবস্থাই ভালো। বন্ধুরা মিলে ভাগাভাগি আর পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে পড়াশোনা করা যায়। বাবা-মা কাছে না থাকায় আমরা বন্ধুরা হয়ে উঠেছি একে অপরের অভিভাবক। সে কেউ অসুস্থ হলে অন্য কেউ মিলে যেরকম সাহায্যের হাত বাড়িয়ে দেয় তা অভাবনীয়। হোস্টেলে থেকে আমার অন্তত সামগ্রিকতার একটা বোধ জন্মেছে যা পৃথিবীর সকল মানুষের জন্যে খুব জরুরি।

আম্মা ও দাদা-দাদিকে আমার সালাম দিবেন। তুলি ও রিমির প্রতি শুভেচ্ছা। 

ইতি 
আপনার স্নেহের
তাহমিদ

1 Comments

  1. এতো বড় চিঠি কি খাতার পাতায় ধরবে

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post