তোমাদের গ্রামে একটি পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে জেলা প্রাশাসকের কাছে একটি দরখাস্ত লেখো।
১১ই জানুয়ারি ২০১৮
বরাবর
জেলা প্রশাসক
ময়মনসিংহ।
বিষয় : পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্যের আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আছিমপুর একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে অনেক শিক্ষিত মানুষের বসবাস। এখানে ছেলে ও মেয়েদের শিক্ষার জন্যে পৃথক দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে। প্রতি বছরই এ বিদ্যালয় দুটো থেকে বহু ছেলেমেয়ে পাশ করে বেরুচ্ছে। একটি নৈশ বিদ্যালয় ও তিনটি প্রাথমিক বিদ্যালয় এ এলাকায় শিক্ষার আলো বিতরণ করছে বলে এলাকায় মানুষের সাংস্কৃতিক উন্নয়ন ঘটেছে। তবে এলাকাটিতে বর্তমানে একটি সাধারণ পাঠাগারের অভাব প্রবল হয়ে উঠেছে। কিন্তু এলাকাবাসীর পক্ষে অর্থ খরচ করে পাঠাগার স্থাপন করা সম্ভন হচ্ছে না।
অতএব, আপনার কাছে আবেদন এই যে, আমাদের গ্রামের জনসাধারণের স্বার্থে একটি সাধারণ পাঠাগার স্থাপনের ব্যবস্থা করে একটি উচ্চশিক্ষিত সমাজ গড়ার সুযোগদানে সচেষ্ট থাকবেন।
নিবেদক
আছিমপুর গ্রামবাসীর পক্ষে,
১. মাহবুবুল ইসলাম
২. সামিউল ইসলাম
৩. আসাদ উল্লাহ
ReplyDeleteধন্যবাদ
Thanks 😊
ReplyDeleteধন্যবাদ
ReplyDelete