বিদ্যালয়ের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা কথা জানিয়ে স্মারকলিপি

বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা কথা জানিয়ে শিক্ষামন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপি রচনা করো।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রী মহোদয়ের নিকট দরিরামপুর নজরুল একডেমির বিভিন্ন সমস্যা সমাধানের সমাধানকল্পে- স্মারকলিপি

হে দেশবরেণ্যে,
আপনার মতো মহান ব্যক্তির শুভাগমনে আজ আনন্দমুখরিত আমাদের এ শিক্ষাপ্রতিষ্ঠান তথা প্রত্যন্ত অঞ্চল। আপনার সুযোগ্য নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে আপনার এ পদক্ষেপ প্রশংসনীয়, আপনার এ অভিযানে আমরা একাত্মতা প্রকাশ করি। আপনার প্রতি রইল আমাদের বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের ভক্তিপূর্ণ অভিনন্দন।

হে শিক্ষানুরাগী, 
কালের বিবর্তনে আমাদের এ পল্লী তার ঐতিহ্য হারিয়ে আজ দরিদ্র, অবহেলিত। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপরও পড়েছে উপেক্ষা আর বঞ্চনার ছাপ। বহু দিনের পুরনো এ বিদ্যালয়টি নানা প্রতিকূল আর প্রতিবন্ধকতার মাঝেও অদ্যাবধি তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আজ এখানে আপনার আগমন উপলক্ষে প্রতিষ্ঠনটির গুরুতর সমস্যাবলি তুলে ধরেছি আপনার সামনে-

১. বিদ্যালয়ের অফিস ভবন, লাইব্রেরি, ল্যাবরেটরি, শিক্ষক মিলনায়তনের দীর্ঘদিনের নির্মিত ছাদ দিয়ে বর্ষা মৌসুমে পানি পড়ে ভেতরটা ভিজে যায়। তাই ভবনগুলোর ছাদ পুনঃনির্মাণ আশু প্রয়োজন।

২. লাইব্রেরিতে প্রয়োজনের তুলনায় বইয়ের পরিমাণ অনেক কম। বিজ্ঞান গবেষাণাগারে যন্ত্রপাতির অভাবে ব্যবহারিক ক্লাস নেয়া শিক্ষকদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। প্রয়োজনের তুলনায় ছাত্রাবাস অনেক ছোট। কমনরুমে খেলার সামগ্রী নেই। এসব সমস্যার সমাধান অতি প্রয়োজন।

৩.পঞ্চাশ হাজার টাকার ব্যয় করলে বিদ্যালয়ের খেলার মাঠ খেলার উপযোগী করে তোলা যায়। এ ব্যাপারে  আপনার সাহায্য একান্তভাবে কাম্য। 

৪. এখানে এখনো পর্যন্ত কোনো ছাত্রাবাস গড়ে উঠেনি, ফলে দূরের শিক্ষার্থীদের ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই বিদ্যালয়ে ছাত্রাবাস প্রতিষ্ঠান জন্যে আপনার সহযোগিতা কামনা করছি।

হে হিতৈষী, 
আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ- বিদ্যালয়টিকে উন্নয়ন কার্যক্রমের অধীনে এনে এখানকার সমস্যাবলি সমাধান জরুরি ব্যবস্থা গ্রহণ করবেন।

হে দেশহিতব্রতী, 
আপনি শিক্ষার পৃষ্টপোষক, দেশহিতব্রতী ও পথ প্রদর্শক।  আপনার সামান্য সহযোগিতা এ দরিদ্র অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের  মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে- এ প্রত্যাশা আমাদের সকলের। আপনার মতো মহান ও সহৃদয় ব্যক্তি থাকতে এ প্রতিষ্ঠানটি অবহেলিত হবে না, এ বিশ্বাস আমাদের রয়েছে।

পরিশেষে আপনার সেবাব্রতী মানসিকতা ও দীর্ঘায়ু আন্তরিকতাভাবে কামনা করি।

নিবেদক
আপনার গুণমুগ্ধ
দরিরামপুর নজরুল একাডেমীর ছাত্র-ছাত্রীবৃন্দ
ময়মনসিংহ।

তারিখ: ৩রা অক্টোবর ২০১৯।
إرسال تعليق (0)
أحدث أقدم