করোনা মহামারীতে সারাবিশ্বের মতো বন্ধ রয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রায় ১৭ মাস ধরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, সব ধরনের বিশ্ববিদ্যালয়সমূহ। দীর্ঘসময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের মনে পড়াশোনার প্রতি অনীহা কাজ করছে। আর তাই খুব দ্রুত স্কুল, কলেজসহ বিশ্ববিদ্যালয় খুলে দিতে সরকারের শিক্ষামন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ নিয়েছে এরই মধ্যে।
সম্প্রতি কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল খুলে দিতে তাগিদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত এক সচিব গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন। সচিব আরো বলেন— আমরা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যবস্থার কথা বলেছিলাম। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "শুধু বিশ্ববিদ্যালয় নয় দ্রুত সময়ে স্কুলগুলোও খুলে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ, শিশুরা ঘরে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাচ্ছে। তারা মানসিকভাবেও অসুস্থ হয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব পদক্ষেপ নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।"
এদিকে শিক্ষামন্ত্রীর কথায় সেই একই সুরের আভাস পাওয়া যাচ্ছে। দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তাগিদে শিক্ষামন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে সকল শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার সকল ধরনের প্রস্তুতি নিয়েছে মন্ত্রণালয়। কিন্তু সবার সুরক্ষা নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে না।"
দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন একাধিক শিক্ষক, শিক্ষার্থীসহ তাদের অভিভাবকগণ। আর তাই দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে এরই মধ্যে ভার্চুয়াল প্লাটফর্মে একদল শিক্ষার্থী নানা ধরনের কর্মসূচী ঘোষণার কথা বলছে। রাজশাহীতে এমনই এক কর্মসূচীর কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন একদল সচেতনমহল। তারা জানিয়েছে, "আগামী ১লা সেপ্টেম্বরের মধ্যে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে দিলে তারা আমরণ অনশনের ঘোষণা দিবেন।" শনিবার (২১ আগস্ট) বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। তারা আরো বলেন, বাংলাদেশের মতো এত লম্বা সময় ধরে বিশ্বের কোনো কোন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেনি। অবিলম্বে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি। তারা দাবি করেন, ১লা সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন জারি না করলে তারা সাহেব বাজার জিরো পয়েন্টে আমরণ অনশনে বসবে।
সব মিলিয়ে তাই ধারণা করা হচ্ছে দ্রুতই খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান।
তারিখ : ২২ই আগস্ট, ২০২১