খুদে গল্প : প্রথম পাহাড় দেখা

'প্রথম পাহাড় দেখা' শিরোনামে একটি খুদে গল্প লেখ।

প্রথম পাহাড় দেখা

রাসেলের বহুদিনের শখ পাহাড় দেখবে। সে ঈদের ছুটিতে বাবার সাথে জাফলং গেল। যাত্রা শুরুর সময় থেকেই রাসেল বিষয়টি ভেবে বেশ রোমাঞ্চিত এবং উত্তেজিত। সে আজ পাহাড় দেখবে। এতদিনে বইয়ে পাহাড় সম্পর্কে নানা গল্প, কাহিনী পড়েছে। আজ সে স্বচক্ষে পাহাড় দেখবে। তাদের গাড়ি যখন হবিগঞ্জ অতিক্রম করে তখন বাবা রাসেলকে ডেকে বলেন ওই দেখ পাহাড়। রাসেল স্বপ্নাবিষ্টের মতো তাকিয়ে দেখে দূরে দেখা যাচ্ছে উঁচু পাহাড়। কোনোটা ছোট, কোনটা আবার অন্যগুলোর চেয়ে বেশ উঁচু। রাসেলের মনে হলো পাহাড়গুলো যেন তাকে হাতছানি দিয়ে ডাকছে। এভাবে পাহাড় দেখতে দেখতে তারা সিলেট জাফলং গিয়ে পৌছালো। বাবা বললেন এসো কিছু খেয়ে তারপর পাহাড় দেখতে যাই। কিন্তু রাসেলের যেন আর তর সইছিল না। বলল, বাবা তুমি খাও। আমি একা গিয়ে দেখে আসি। বাবা তার কথা শুনে হাসলেন। তার মনে পড়ল- তিনিও যখন প্রথম পাহাড় দেখতে সেই সীতাকুণ্ডে গিয়েছিলেন, তখন ছেলেটার মতোই অনুভূতি, আকর্ষণ পাগলামি সব ছিল। তিনি তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে তিনি ছেলের কৌতুহলে মনোযোগ দিলেন। কিছুক্ষনের মধ্যে তারা জাফলং পাহাড়ের কাছে গিয়ে পৌঁছালো। রাসেল স্বপ্নাবিষ্টের মতো তাকিয়ে রইল পাহাড়ের দিকে। কী বিশালতা! কী ঔদ্ধত্য! চোখ যেন ফেরানো যায় না। তার খুব ইচ্ছে করে ওই যে চূড়াটা দেখা যায় ওখানে পৌঁছাতে। তার মনে হয় ওখানে পৌঁছাতে পারলে যেন সারা পৃথিবীকে দেখা যাবে। ধীর পদক্ষেপে রাসেল পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে পাহাড়ের গায়ে হাত বুলায় পরম বিস্ময়ে ও আবেশে। এই সেই পাহাড় যাকে সে এতদিন স্বপ্নে দেখেছে। এ অনুভূতির তুলনা কোথায় মেলে? বাবা দূরে দাঁড়িয়ে ছেলের পাগলামি দেখেন এবং মনে মনে বলেন ঠিক আমার মতো হয়েছে।
Post a Comment (0)
Previous Post Next Post