ফজিলতুন্নেসা
ফজিলতুন্নেসা কবে জন্মগ্রহণ করেন? — ১৮৯৯ সালে।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — করটিয়া, টাঙ্গাইলে।
তিনি মূলত কী ছিলেন? — শিক্ষাবিদ ছিলেন।
তিনি মূলত কোন পরিচয়ের সূত্র ধরে তৎকালীন মূসলিম সমাজে অধিক পরিচিতি লাভ করেন? — একজন কৃতী ছাত্রী এবং শিক্ষাব্রতী হিসেবে।
তিনি কোন কোন পত্রিকায় প্রবন্ধ ও গল্প রচনা করতেন? — 'শিখা' ও 'সওগাত' পত্রিকায়।
তাঁর রচিত রচনাগুলোর নাম উল্লেখ কর। — মুসলিম নারী শিক্ষার প্রয়োজনীয়তা, নারী জীবনে আধুনিক শিক্ষার আস্বাদ, মুসলিম নারীর মুক্তি ইত্যাদি।
তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৯৭৭ সালে, ঢাকায়।