‘গাছের বন্ধুত্ব’ শিরোনামে একটি খুদে গল্প রচনা করো :
গাছের বন্ধুত্ব
এটা কেমন কথা, গাছ নাকি আবার মানুষের বন্ধু! আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, গাছ কি
কখনো মানুষের বন্ধু হতে পারে? গাছ তো গাছই। সারাদিন এক জায়গাতে দাঁড়িয়ে থাকবে,
পশু পাখি এসে ওর ফল, লতা-পাতা খেয়ে যাবে। মুখ থেকে প্রতিবাদ পর্যন্ত বের হয় না।
এখন প্রশ্ন হলো, যে কথা বলতে পারে না, চলতে পারে না, সে আমাদের মতো কথা বলা,
চলাফেরা করা মানুষের বন্ধু হয় কীভাবে? একটানা এমন করেই দাদুর কাছে কথাগুলো বলে
চলেছে ডাবলু। আর দাদু খুব গুরুত্ব দিয়ে শুনছেন ডাবলুর কথা। কিছুক্ষণ বলার পর
দাদু ডাবলুকে কাছে ডেকে নিলেন।
কাছে ডেকে নিয়ে ডাবলুর নাকটা চেপে ধরলেন দাদু। নিঃশ্বাস নিতে না পেরে ডাবলু
চিৎকার করে উঠল। এবার দাদু বলতে শুরু করলেন শোনো ডাবলু, এই তোমার নাকটা আমি চেপে
ধরেছিলাম কিছু সময়ের জন্য। আর এই সময়টাতে তোমার দম বন্ধ হয়ে আসছিল অক্সিজেনের
অভাবে। ডাবলুর মুখে কোনো কথা নেই শুধু তাকিয়ে তাকিয়ে শুনছে। দাদু বলতে থাকেন,
তাহলে সারা পৃথিবী থেকে যদি অক্সিজেন চলে যায় তবে কী হবে ডাবলু! ডাবলু বলল, তবে
তো সবাই মরে যাবে। দাদু বললেন, ঠিক তাই, এই কারণেই গাছ আমাদের বন্ধু। কারণ গাছ
আমাদের অক্সিজেন দেয়। আর আমরা যে কার্বন-ডাইঅক্সাইড ছাড়ি গাছ তা শুষে নেয়।
একথা শোনার পর ডাবলুর চোখ বড় বড় হয়ে যায়। ও ঘর থেকে গ্লাসে করে পানি নিয়ে
দরজার সামনের গাছটার গোড়ায় দিয়ে আসে। সেদিন থেকে ডাবলু কখনো অকারণে গাছ নষ্ট
করেনি। গাছ যে আমাদের কত বড় বন্ধু তা ডাবলু উপলব্ধি করতে পারে।