করোনা ভাইরাসের কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। চলছে নিয়মমাফিক সকল শ্রেণির নির্ধারিত ক্লাস। এ পরিস্থিতিতে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এবং আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সংক্ষিপ্ত একটি সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এমন তথ্য আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সে সময় শিক্ষামন্ত্রী বলেছিলেন— করোনো পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে গ্রুপভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর পরীক্ষার সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে। পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ।
>> হাইলাইটস <<
— এইচএসসির কেন্দ্রতালিকা প্রকাশ
— নির্ধারিত সময়ে হবে পরীক্ষা
— থাকছে সংক্ষিপ্ত পরিসরের মানবন্টন
— ৩ ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টায় হবে
প্রশ্নের ধরন ও পরীক্ষার সময় কেমন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অর্ধেক সময়ে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। আর প্রশ্নপত্র এখন যেভাবে বহুনির্বাচনী ও রচনামূলক হয়, সেভাবেই হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ পাবে। যেমন আগে যেখানে ১০টি প্রশ্নের মধ্যে থেকে ৮টির উত্তর দিতে হতো, সেখানে এখন হয়তো সেই ১০টি প্রশ্নই থাকবে। তবে তার মধ্যে তিনটি বা চারটির উত্তর দিতে বলা হতে পারে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ বেড়ে যাবে। আর প্রতি বিষয়ে মোট নম্বর ১০০–এর বদলে ৫০ নম্বর করা হবে। পরে এই ৫০ নম্বরকে ১০০–তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে বলে জানান দীপু মনি।
এদিকে গত ১১ তারিখ রাতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। ২০২১ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা ও আসনবিন্যাসে কেন্দ্র ও এর আওতায় কোন কোন কলেজ রয়েছে, তা তুলে ধরা হয়েছে কেন্দ্র তালিকায় ঢাকা বোর্ড বলেছে, ভেন্যু কেন্দ্রগুলো মূল কেন্দ্র থেকে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরীক্ষা পরিচালনা করবে এবং পরীক্ষা শেষে যাবতীয় কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেবে। জেলা সদরে ডিসি ও উপজেলা সদরে ইউএনও পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ বা সিনিয়র কোনো অধ্যাপক ভারপ্রাপ্ত কর্মকর্তা হবেন।
তারিখ : ১৩ সেপ্টেম্বর, ২০২১