জগদীশ গুপ্ত
জগদীশ গুপ্তের জন্ম কবে? — ২২ আষাঢ় ১২৯২, (১৮৮৬ খ্রিষ্টাব্দ), কুষ্টিয়ায়।
তিনি কোথায় জন্মগ্রহণ করেন? — আমলাপাড়া, কুষ্টিয়া।
তাঁর পৈতৃক নিবাস কোথায় ছিল? — খোর্দ মেঘচারসি গ্রাম, ফরিদপুর।
তিনি মূলত কী? — কথাসাহিত্যিক ও ছোটগল্পের বিশিষ্ট শিল্পী।
তাঁর রচিত ছোটগল্পগুলো সমৃদ্ধ কেন? — গভীরজীবনবোধ, সুঠাম কাহিনীবিন্যাস ও চরিত্রচিত্রণের নৈপুণ্যর জন্য।
তাঁর গল্পে কোন কারণ বিশ্লেষিত হয়েছে? — সামাজিক অন্যায় অবিচারের চাইতে অদৃষ্টলিপিই দুঃখময়তার কারণ।
জগদীশ গুপ্তের শিল্পকর্ম অসাধারন কেন? — মনোবৈকল্য ও মনোবিশ্লেষণ এবং দুঃখময়তার নিপুন বর্ণনার জন্য।
তাঁর রচিত গল্পগ্রন্থগুলোর নাম লেখ। — বিনোদনী (১৯২৭), রূপের বাহিরে (১৯২৯), শ্রীমতী (১৯৩১), উদয়লেখা (১৯৩৩), শশাঙ্ক কবিরাজের স্ত্রী (১৯৩৫), মেঘাবৃত অশনি (১৩৫৪), স্বনির্বাচিত গল্প (১৯৪৭)।
তাঁর রচিত উপন্যাসগুলোর নাম লেখ। — অসাধু সিদ্বার্থ (১৯২৯), রোমন্থন (১৯৩০), লঘুগুরু (১৯৩১), দুলালের দোলা (১৯২৯), নিষেধের পটভূমিকায় (১৯৫২), কলঙ্কিত তীর্থ (১৯৬০)।
তিনি কবে মৃত্যুবরণ করেন? — ১৯৫৭ সালে কলকাতায়।