যুবসমাজের অবক্ষয় সম্পর্কে একটি ভাষণ রচনা কর।
‘যুবসমাজের অবক্ষয়’ শীর্ষক আলোচনা সভা
আজকের সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত শ্ৰোতামণ্ডলী,
আসসালামু আলাইকুম।
যুবসমাজ একটি দেশের ভবিষ্যৎ। একটি দেশের উন্নতি ও অগ্রগতি যুবসমাজের জ্ঞানে,
কর্মে, শিক্ষা, সংস্কৃতিতে অগ্রসরমানতার ওপর নির্ভরশীল। আবার কোনো কারণে কোনো
দেশের যুবসমাজে অবক্ষয় দেখা দিলে সেই জাতি অঙ্কুরেই ধ্বংস হতে বাধ্য। আমাদের
দেশে বিপুলসংখ্যক বিভিন্ন শ্রেণির তরুণ আছে। তাদের কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত,
কেউ বেকার। এদের চলার পথ বিচিত্র, ভাবনা-চিন্তার জগৎ এদের বৃদ্ধ, নানা সমস্যায়
জীবন বিপর্যস্ত। এরা সামনে কোনো আলো দেখতে পায় না। বিভ্রান্তিতে ভরা এদের জীবন,
ভবিষ্যৎ জীবনের কথা ভেবে এরা ব্যাকুল। এমনিভাবে আমাদের যুবসমাজের একটা বিরাট অংশ
বর্তমানে অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের বিনোদনের মাধ্যমগুলোও যুবসমাজকে
অবক্ষয়ের দিকে প্রভাবিত করছে। বর্তমানে আমাদের দেশে সিনেমা জগৎ অশ্লীল নৃত্য ও
আজগুবি গল্পকাহিনিতে পূর্ণ। জীবনের সাথে এসব কাহিনি ও ঘটনার কোনো মিল নেই। এসব
সস্তা দরের চিত্তবিনোদন স্বচ্ছ ও নির্মল আনন্দের পরিবর্তে যুবসমাজকে অবক্ষয়ের
দিকে পরিচালিত করছে। তাদের জন্যে সুস্থ বিনোদনের ব্যবস্থা নেই। স্যাটেলাইট
চ্যানেলেও প্রদর্শিত হচ্ছে নগ্ন ছবি দেখানো হচ্ছে মারামারি, যা যুবসমাজের জন্য
অত্যন্ত ক্ষতিকর।
তাই যুবসমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকার।
তাই আজ আমাদের প্রতিজ্ঞা হোক, দলমত নির্বিশেষে আমরা এগিয়ে যাব যুবসমাজকে
অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য। এই প্রত্যাশায় শেষ করছি।
খোদা হাফেজ।