‘নদীপথে নৌভ্রমণ’ শিরোনামে একটি খুদে গল্প লিখো।
নদীপথে নৌভ্রমণ
'শিপণ আমাকে বাঁচা, বন্ধু আমি সাঁতার জানি না। ডুবে যাচ্ছি।' সজলের ডাক শুনে শিপণ
তার দিকে এগিয়ে যেতে থাকে। 'বন্ধু আমি আসছি।' শিপণ প্রায় ডুবন্ত সজলের হাত ধরে
ফেলে। সজল বারবার শিপণকে জড়িয়ে ধরে নিশ্বাস নিতে চেষ্টা করে। এদিকে নদীতে তীব্র
স্রোত। শিপণ ভাবে, এভাবে সজলকে বাঁচাতে গেলে তাকেও ডুবে মরতে হবে। তখন শিপণের তার
বাবার একটা কথা মনে পড়ে যায়। তার বাবা বলেছিলেন, 'কেউ যখন ডুবতে থাকবে তখন তার
চুল মুঠি করে ধরে তাকে কিনারে নিয়ে যেতে হবে। তা না হলে সে নিজের সাথে সাথে
তোমাকেও ডুবিয়ে মারবে।’ তখন শিপণ সজলের হাত ছেড়ে দিয়ে তার তার চুল ধরে সাঁতরে তাকে
নদীর কিনারে নিয়ে আসে। সজল হাঁপাতে হাঁপাতে বলে, বন্ধু তোকে অনেক ধন্যবাদ, তুই তোর
কথা রেখেছিস। আমি তোর কাছে কৃতজ্ঞ।