প্রথম দেখা নৌকাবাইচের অভিজ্ঞতা বর্ণনা করো।
নৌকাবাইচ দেখার অভিজ্ঞতা হয়ত কমবেশি অনেকেরই আছে। কিন্তু আমার অভিজ্ঞতা একটু
অন্যরকম। বন্ধু মাসুদের এলাকায় প্রতিবছর ভাদ্র মাসে নৌকা বাইচ হয়। আমাকে এসে
নিয়ে গেল তাদের বাড়িতে নৌকাবাইচ দেখতে। পূর্ব নির্ধারিত দিনে শুরু হয়েছে নৌকা
বাইচ। আমরা একটি ছোট নৌকায় করে নদীর ভেতর বসে নৌকা বাইচ দেখছি। প্রতিযোগী
নৌকাগুলো ছোট আকারে হলেও দারুন গড়ন ও সাজানো হয়েছে চমৎকার করে। প্রায় ১৭ থেকে
২০ জন লোক বৈঠা টানে সমস্ত শক্তি দিয়ে। তীব্র গতি সম্পন্ন সেসব নৌকা যখন আসে তখন
দেখতে চমৎকার লাগে। আরেকটি মজার রীতি হল যারা দেখবে তাদের মধ্যেও 'জলকেলি' খেলা
শুরু হয়। এক নৌকার লোক অন্য নৌকার আরোহীদের পানি ছিটিয়ে ভিজিয়ে দেয়। এরকম
আনন্দ করছি। হঠাৎ একটা বিপর্যয় ঘটলো। তীব্র গতি সম্পন্ন একখানা প্রতিযোগী নৌকার
মাঝি নিয়ন্ত্রণহীনতায় দিক হারিয়ে আমাদের ছোট নৌকাটিতে এসে আঘাত হানল। আমরা যে
যার মত পানিতে লাফিয়ে পড়লাম। তীব্র স্রোতে আমাদের নৌকাটি তলিয়ে গেল। আর খুঁজে
পাওয়া গেল না। আমাদের ধরাধরি করে অন্য নৌকায় তোলা হলো। আমি মাথায় একটু আঘাত
পেলেও ওদের জানতে দিইনি। কারণ ওটা ছিল একটা দুর্ঘটনা মাত্র। যাই হোক, তারপরও যা
দেখেছি তার তুলনা নেই।