'অপরিণামদর্শিতা' শিরোনাম একটি খুদে গল্প রচনা করো:
অপরিণামদর্শিতা
নোমানের বাড়ি সোনাইডাঙা গ্রামে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরীক্ষার পর
পড়াশোনার চাপ নেই। তাই প্রতিদিন সে গ্রামের পাশ দিয়ে চলে যাওয়া রেললাইনের ওপর
দিয়ে এক পা দুপা করে ছন্দ মিলিয়ে হাঁটে। এভাবে হাঁটতে তার বেশ ভালো লাগে।
দুচোখে তার রঙিন স্বপ্ন। কয়েকদিন পর সে কলেজে ভর্তি হবে। স্কুলে ভালো ছাত্র
হিসেবে নোমানের সুনাম ছিল। এছাড়া তার অমায়িক ব্যবহারের কারণে শিক্ষকরাও তাকে
খুব পছন্দ করতেন। একদিন নোমানের মনে হলো রেললাইনের ওপর দিয়ে যদি হাঁটতে হাঁটতে
ইয়ারফোনে গান শোনা যায় ত হলে খুব ভালো লাগবে। কিন্তু তার ফোনের কোনো ইয়ারফোন
ছিল না। তাই সে একটা ইয়ারফোন কেনার কথা ভাবতে থাকে। পরদিন তা কেনার জন্য বাবার
কাছ থেকে টাকা নেয়। বাজারে গিয়ে অনেক দোকান খুঁজেও মনমতো ইয়ারফোন পায় না।
তারপর একটা দোকানে হাই ভলিউমের একটা সুন্দর ইয়ারফোন খুঁজে পায় নোমান। সেটা
কিনে নিয়ে বাড়িতে চলে আসে। সেদিন আর রেললাইনে হাঁটতে যাওয়া হয় না তার। পরদিন
সকালে ঘুম থেকে উঠে সময় আর কাটতে চায় না নোমানের। বিকেল হলে সে আজ ইয়ারফোনে
গান শুনতে শুনতে রেললাইনের ওপর দিয়ে ছন্দ মিলিয়ে হাঁটবে। আস্তে আস্তে দুপুর
গড়িয়ে বিকেল আসে। বাড়ি থেকে বের হয়ে রেললাইনের ওপরে এসে দাঁড়ায়। কানে
ইয়ারফোন লাগিয়ে হাই ভলিউমে গান শুনতে শুনতে সে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে
থাকে। এক পা, দুই পা করে রেললাইনের ওপর দিয়ে হাঁটছে নোমান। কানে গান বাজছে। বেশ
ভালোই লাগে গান শুনতে শুনতে রেললাইনের ওপর দিয়ে হাঁটতে, উপলব্ধি করে সে। কিন্তু
কে জানত তার এই ভালোলাগা তার জীবনে আনবে এক ভয়াবহ দুর্ঘটনা। তার পেছনে হুইসেল
দিতে দিতে চলে আসে ট্রেন। কানে ইয়ারফোন থাকায় নোমান শুনতে পায় না ট্রেনের
হুইসেল। বীভৎসভাবে ট্রেনে কাটা পড়ে নোমান।