সড়ক দুর্ঘটনা- বিষয়ে একটা খুদে গল্প রচনা করো।
সড়ক দুর্ঘটনা
আচমকা প্রবল ঝাকুনি ও কাচ ভাঙার শব্দে হকচকিয়ে যায় রাশেদ। কারণ রাশেদের বাসে
উঠার পর ক্লান্তিতে ঘুম আসছিল প্রায়। তারপর বিস্মিতভাবে আশপাশে তাকাতে থাকে এবং
সে দেখে যে তাদের বাস রাস্তা থেকে পড়ে গাছের সাথে আঁটকে আছে। কারণ চালক দ্রুত
গতিতে বাস চালানোয় সে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসের জানালার অনেকগুলো
কাচ ভেঙে গেছে আর অনেক লোক কান্না করছে। সে দৌড়ে বাসের সামনের দিকে যায়। কেননা
বাসের সামনের কাচ ভাঙছে গাছের ধাক্কায়। আর সামনের দিকে জানালার কাচও ভাঙছে।
মানুষের কান্নার শব্দে আশপাশ থেকে অনেক লোক চলে আসে। রাশেদ ও তারা মিলে যারা
গুরুতর আহত হয়েছে তাদের বাস থেকে নিরাপদ স্থানে নিয়ে যায়। তাদের মধ্যে কেউ কেউ
স্থানীয় হাসপাতালে খবর দেয়। একজন ব্যক্তির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল তার
রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে রাশেদ। কোনোভাবেই তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না।
কারণ সামনের কাচ ও জানালার কাচ দুদিক থেকে এসে তার হাত-পা ও গায়ের বিভিন্ন অংশ
কেটে গেছে। পরবর্তীতে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং তার সাথে রাশেদ
যায়। তারপর সে ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হয়। তারপর জানা যায়, তিনি ঢাকা
থেকে বাড়িতে ফিরছিলেন। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার দুই
ছেলে ও এক মেয়ে। তার বড় ছেলে একাদশ শ্রেণির ছাত্র। তার ছেলে খুবই মেধাবী, সে
বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে। তার বাবা ঢাকায় কারখানায় কাজ করে তার লেখাপড়া ও
সংসারের টাকার যোগান দিত। কিন্তু আজ তার অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলছে তার
একটা হাত কেঁটে ফেলতে হতে পারে। যদি তার হাত কাঁটা হয় তাহলে তার পরিবার দেখবে
কে? তার যে স্বপ্ন ছিল তার ছেলে ডাক্তার হবে। গরিব-দুঃখী মানুষের সেবা করবে। সড়ক
দুর্ঘটনা এভাবেই শেষ করে দেয়, অনেক মানুষের সোনালি স্বপ্নগুলো।