একজন ভিখারির মহানুভবতার অভিজ্ঞতা বর্ণনা করো।
আমাদের এই পৃথিবী বড়ই বিচিত্র জায়গা। এ প্রতিটি কোণে কোণে বৈচিত্র লুকানো
রয়েছে। গত বছর শীতের প্রকোপে সারাদেশ যখন কাঁপছিল এটি তখনকার ঘটনা। আমরা কয়েকজন
বন্ধু মিলে 'রেড ক্রিসেন্ট সোসাইটি'র পক্ষ থেকে উত্তরবঙ্গের শীতার্তদের ত্রাণ
দেওয়ার উদ্দেশ্যে তহবিল গঠন করতে সবার কাছ থেকে সাহায্য গ্রহণ করছিলাম। শীতার্ত
মানুষদের দুর্দশার কথা মানুষের কাছে জানিয়ে তাদের সহানুভূতিশীল সাহায্য আদায়
করছিলাম। ইতোমধ্যে এক বৃদ্ধা আমাদের দিকে এগিয়ে এলেন। বয়স প্রায় ৭০ এর
কাছাকাছি। গায়ে একটা সস্তা কম্বল, খালি পা। কাছে এসে বললেন, 'বাজান তোমাগো হগল
কথা হুনছি, মোর তো দেওনের কিছু নাই। তয় এই কাপড়খান (গায়ের কম্বলটি) আর এই টেহা (টাকা) কটা ভিক্ষা পাইছি, এই কয়ডা লও। নিজে জানি শীতের কষ্ট কারে কয়। বৃদ্ধাকে ফিরিয়ে
দিতে পারলাম না। তার সেই সর্বস্ব দানের সুখ থেকে তাকে বঞ্চিত করতে মন সাড়া দিল
না। তবে কম্বলটা নিয়ে আবার তার গায়ে জড়িয়ে দিয়েছিলাম পরম মমতায় এবং খুচরা
আধুলি টাকাগুলো গ্রহণ করে তাকে সম্মান জানালাম। চোখদুটি ঝাপসা হয়ে এসেছিল
অজান্তেই।