তোমার বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একখানা
পত্র লেখ।
মগবাজার, ঢাকা
১১ অক্টোবর, ২০২১
প্রিয় ইমতিয়াজ,
প্রথমেই প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করছি সকলকে নিয়ে ভালো আছ। গতকাল আমাদের
বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হয়ে গেল। আমার ওপর এর অনেক দায়িত্বভার
পড়েছিল বিধায় গত সপ্তাহে তোমার চিঠির উত্তর দিতে পারিনি। গতকালের প্রতিযোগিতায়
আমি তিনটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে ‘পদ্মা’ গ্রুপে চ্যাম্পিয়ন হবার গৌরব
অর্জন করেছি। এবারের অনুষ্ঠানে ছিল ব্যাপক প্রস্তুতি আর সজ্জিতকরণে বৈচিত্র্যময়।
এটি অনেক দিন আমাদের মনে থেকে যাবে। এবারের অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়।
ফলে অনুষ্ঠানটির গুরুত্বই ছিল অন্যরকম।
সকাল নয়টায় জেলা প্রশাসক এসে যাবতীয় প্রস্তুতির খোঁজখবর নেন। বেলা ১০টায়
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। সম্পূর্ণ
অনুষ্ঠানটিকে দুটি পর্বে বিভক্ত করা হয়। ক-গ্রুপে ছিল ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির
শিক্ষার্থীরা। আর খ-গ্রুপেছিল ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীরা। বিভিন্ন মজার
খেলায় সবাই অংশ নেয়। আমি যে তিনটি ইভেন্টে প্রথম হই সেগুলো হলো— ১০০ মিটার
দৌড়, উচ্চলাফ ও বস্তাবন্দি দৌড়। সারা দিন ক্রীড়া অনুষ্ঠান শেষে বিকাল পাঁচটায়
পুরস্কার বিতরণ করা হয়। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বিজয়ীদের হাতে পুরস্কার
তুলে দেন। অতঃপর ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়। আমাদের ক্রীড়া
অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে অবশ্যই লিখবে। তোমাদের বিদ্যালয়ে কেমন অনুষ্ঠান
হলো তা জানাবে। খালাম্মা ও খালুজানকে আমার সালাম দিও। তোমার মঙ্গল কামনা করি।
ইতি,
তোমার বন্ধু
শফিক