কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের বর্ণনা দিয়ে দিনলিপি

কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের বর্ণনা দিয়ে দিনলিপি

০৩ মার্চ, ২০১৮
কুমিল্লা।

সকাল থেকেই কেমন একটা আনন্দ উত্তেজনা অনুভব করছিলাম। আমার এ অবস্থা দেখে মা সতর্ক করে দিলেন। রওয়ানা হলাম কলেজের উদ্দেশ্যে। কলেজে আজ অনুষ্ঠিত হবে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮। সাহিত্য প্রতিযোগিতার বিচারকমন্ডলীতে ছিলেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিশ্বজিৎ ঘোষ ও হুমায়ুন কবীর ঢালী। আর সাংস্কৃতিক প্রতিযোগিতার বিচারকমণ্ডলী ছিলেন ফেরদৌসী রহমান, লায়লা হাসান ও আতাউর রহমান। সাহিত্যে ছিল নির্বাচিত বিষয়ে গল্প বলা, সংলাপ লিখন ও স্বরচিত ছড়া আবৃত্তি। আর সাংস্কৃতিক বিষয় ছিল রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, নৃত্য ও অভিনয়। আমি অংশ নিয়েছিলাম সংলাপ লিখন, স্বরচিত ছড়া ও অভিনয়ে। যারা অংশ নিয়েছিল তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে চমৎকার করেছিল। বিচারমন্ডলীকে হিমশিম খেতে হয়েছিল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করতে। আমি সংলাপ লিখন ও অভিনয়ে প্রথম ও ছড়ায় দ্বিতীয় হয়েছি। ভয়ে সংলাপ আর গানের কলি ভুলে গিয়েছিল তুহিন ও স্বাগতা। হাততালিতে মুখর ছিল পুরো অডিটোরিয়াম। পুরষ্কার নিয়ে বাসায় ফিরতেই মা-বাবা অভিনন্দন জানিয়ে আদর করেছেন। এ দিনটায় কথা আমি কখনই ভুলব না।
Post a Comment (0)
Previous Post Next Post