‘বিজয়ের দিনলিপি’ এই শিরোনামে একটি দিনলিপি বর্ণনা কর।
১৬ডিসেম্বর, ২০১৮
বিজয়ের দিনলিপি
ভোরের দিকে ঘুম ভেঙে গেল। বেশ ঝরঝরে লাগছে। মনে পড়ল আজ বিজয় দিবস। আজকের দিনে
শোচনীয়ভাবে পরাজিত পাকিস্তানি সেনাবাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করে যৌথবাহিনীর
কাছে। আজ মুক্তিযুদ্ধের বিজয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিজয়। আজকের দিন
আনন্দের, একই সঙ্গে বেদনার। কেননা ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ বিজয়। আজ
অশ্রু ঝরানোর দিন- আনন্দাশ্রু এবং বেদনাশ্রু। এ অনুভূতি অকৃত্রিম, অনাস্বাদিত।
মোবাইলে বন্ধুদের সাথে যোগাযোগ করে দ্রুত তৈরি হয়ে নিলাম। জাতীয় স্মৃতিসৌধ যাব।
রাস্তায় বেড়িয়ে দেখলাম ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। দেশাত্মবোধক গান গাইতে যাচ্ছি।
মাঝে মাঝে গাড়ি থেকে নেমে মিছিলের সঙ্গে স্লোগান দিচ্ছি ‘জয় বাংলা’ গাড়ি খালার
বাড়িতে রেখে একটা মিছিলের সঙ্গে মিশে গেলাম। ওদের কাছ থেকে ফুল নিয়ে সশ্রদ্ধ
চিত্তে অর্পণ করলান শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। আর মনে মনে তাঁদের আত্মার
মাগফেরাত কামনা করলাম। সারাদিন বিজয়ের স্মৃতিচারণ শুনে, গান গেয়ে, মজার খাবার
খেয়ে, আনন্দে কাটিয়ে রাতে ফিরে এলাম ঢাকায়।
Vlo laglo
ReplyDelete