তোমার বিদ্যালয়ে বিচিত্রানুষ্ঠানের আয়োজন উপলক্ষ্যে অনুমতি চেয়ে প্রধান
শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
তারিখ : ১০ জানুয়ারি, ২০২২
মাননীয়
প্রধান শিক্ষক সাহেব,
বগুড়া জিলা স্কুল, বগুড়া।
বিষয় : বিচিত্রানুষ্ঠান আয়োজনের অনুমতি প্রার্থনা।
জনাব,
বিনীতি নিবেদন এই যে, আমরা অত্র স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ আগামী ১৫ জানুয়ারি,
২০২২ রোজ রোববার স্কুলের পুরস্কার বিতরণী সমাপনী দিবসে এক বিচিত্রানুষ্ঠানের
আয়োজন করতে চাই। উক্ত অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে গান, আবৃত্তি,
হাস্য-কৌতুক ও একটি একাঙ্কিকা নাটক মঞ্চস্থ করতে মনস্থ করেছি। এ উপলক্ষ্যে আপনার
এবং অন্যান্য শিক্ষকের সাহায্য ও সহযোগিতা কামনা করি।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক স্কুল প্রাঙ্গণে
বিচিত্রানুষ্ঠান করার অনুমতি দানে বাধিত করতে অজ্ঞা হয়।
বিনীত,
আপনার অনুগত,
বগুড়া জিলা স্কুলের
(ছাত্র-ছাত্রীবৃন্দ)।