মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ

মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


আনোয়ার : মাজিদ, তুমি নাকি মোবাইল কিনেছো?

মাজিদ : তোমাকে কে বলেছে?

আনোয়ার : ক্লাসের সবাইতো জানে। অথচ তুমি আমাকে বলোনি।

মাজিদ : বন্ধু, মন খারাপ করো না। আসলে এ যুগে মোবাইল না হলে চলা যায় না। কতো প্রয়োজন যে এ যন্ত্রটা পূরণ করে। তাই সুযোগ এল ঝটপট কিনে ফেললাম।

আনোয়ার : দেখো মাজিদ, মোবাইল নিয়েছ ভালো কথা। কিন্তু মনে রেখো এটা দিয়ে যাতে তোমার এবং অন্যের ক্ষতি না হয়।

মাজিদ : এটা কি বলছ! মোবাইল দিয়ে আবার ক্ষতি কিভাবে হয়?

আনোয়ার : প্রতিটা জিনিসের ভালো এবং খারাপ দুটো দিক আছে। তোমার হাতে একটি ছুরি থাকলে তা দিয়ে আপেল কেটেও খেতে পারো, আবার কাউকে হত্যাও করতে পারো। মোবাইলটাও তেমনি।

মাজিদ : হেয়ালি না করে খুলে বলো আনোয়ার।

আনোয়ার : এটা ব্যবহার করে তুমি যেমন কম সময়ে তোমার প্রয়োজন পূরণ করতে পারো, আবার অযথা ব্যবহার করে তোমার সময় নষ্ট যেমন হতে পারে, তেমনি অপরকে অযথা ফোন করে বিরক্ত করা, কাউকে হুমকি দেয়া, অশ্লীল ছবি বা ভিডিও করা ইত্যাদির মাধ্যমে অপরের ক্ষতি সাধনও করতে পার।

মাজিদ : আমিতো এভাবে কখনো ভাবিনি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে সচেতন করে দিলে।

1 Comments

  1. খুব ভালো সংলাপ । আমার ভালো লেগেছে ��������

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post