বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
শিমুল : কেমন আছ বন্ধু?
সিফাত : এই তো ভালো। তুমি কেমন আছ?
শিমুল : ভালো। এদিকে কোথায় যাচ্ছ?
সিফাত : এখন তো ফেব্রুয়ারি মাস। বাংলা একাডেমি আয়োজিত একুশে
বইমেলায় যাচ্ছি।
শিমুল : গতবার আমিও গিয়েছিলাম কিন্তু আমার ভালো লাগেনি।
সিফাত : কী বল তুমি! প্রতিবছর তো এই বইমেলা আমার কাছে একটা আকর্ষণ।
কত রকমের বই, সে সব বই-এর লেখক তাদের সাথে দেখা হওয়া সব মিলিয়ে চমৎকার কাটে
আমার সময়।
শিমুল : এত এত বই দেখে নির্ধারণ করতে পারি না কোনটা পড়ব আর তাই
ঘুরে দেখতেও ভালো লাগে না।
সিফাত : বই সম্পর্কে ধারণা না থাকলে এমন হয়। সারা বছরই আমাদের বই
পড়ার অভ্যাস থাকতে হবে। নইলে শুধু ফেব্রুয়ারি মাস আমাদের পাঠক করে তুলতে পারবে
না।
শিমুল : আমার মনে হয় তুমি ঠিকই বলেছ। বইমেলা হচ্ছে পাঠক ও লেখকদের
এক মিলনমেলা। বিশ্বের নানা রহস্য, জ্ঞান বিজ্ঞান, দর্শন, ইতিহাস, শিশুতোষ গ্রন্থ
ইত্যাদি সবকিছুর বিশাল সমাহার রয়েছে বইমেলায়।
সিফাত : এবার তো বইমেলা আরও বিস্তৃত পরিসরে হচ্ছে। আমাদের উচিত
বইমেলায় যাওয়া ও সেখান থেকে জ্ঞান সংগ্রহ করা।
শিমুল : তাহলে বন্ধু আমিও যাব তোমার সাথে বই মেলায়।
সিফাত : ঠিক আছে, চল যাই।
অনেক বালো লেগেছে,,,,কারন এখানে সবকিছু অনেক সহজেই পেয়ে ফেলছি
ReplyDelete