বন্ধুর জন্মদিন পালনের পরিকল্পনা নিয়ে তিন বন্ধুর মধ্যে সংলাপ

বন্ধুর জন্মদিন পালনের পরিকল্পনা নিয়ে তিন বন্ধুর মধ্যে সংলাপ তৈরি করো।


সোহেল : ১৩ তারিখ হেমন্তের জন্মদিন, কী করা যায় বল তো?

দিঘি : কী করব মানে। কেক কাটব। অনেক বড় একটা কেক।

সোহেল : না, এর বাইরে আরো কিছু।

প্রমি : করা যায়। আমরা ওই দিন সকালে সবাই ওর বাসায় গিয়ে হাজির হব।

দিঘি : খুব মজা হবে। কিন্তু আমি তো আসতে পারব না এত সকালে।

সোহেল : ঠিক আছে, আমরা বাসায় বলব রাতে হেমন্তের বাসায় দাওয়াত আছে। আর এর মাঝে আমরা সব কিছু রেডি করতে পারব। তুই প্রমির বাসায় থাকবি।

দিঘি : বুঝলাম না।

সোহেল : আমরা হেমন্তের জন্য কেক নিয়ে রাখব। সাথে কিছু গিফট। রাত ১২টার সময় হেমন্তের বাসায় নক করব। প্রমি বাবা কিন্তু অত রাতে বের হতে দিতে রাজি হবেন না।

সোহেল : আমরা চাচ্চুকে বুঝিয়ে বলব। তোর বাসা থেকে মাত্র এক মিনিটের পথ। ওকে সারপ্রাইজ দিয়েই চলে আসব।

প্রমি : চল বাসায় বলে দেখি। আর দিঘি, তুই এক্ষুনি গিয়ে বাসায় বলে আয়।
Post a Comment (0)
Previous Post Next Post