দাদু ও নাতির মধ্যে একটি সংলাপ

দাদু ও নাতির মধ্যে একটি সংলাপ তৈরি করো।


দাদু : কমল, আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। কোথায় যে গেল?

কমল : তোমার চশমা আর পাবে না দাদু, ওটা এখন আমার।

দাদু : কিন্তু দাদুভাই যে আমি যে চশমা ছাড়া একদম দেখতে পাই না।

কমল : ঠিক আছে, আমি বাবাকে বলে তোমার জন্য নতুন আর একটা চশমা আনিয়ে দেব।

দাদু : কিন্তু চশমাটা যে আমার এখনই দরকার।

কমল : ঠিক আছে। আমি তোমাকে এখন চশমাটা দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে।

দাদু : কী শর্ত?

কমল : আমাকে আব্বুর ছেলেবেলার গল্প বলতে হবে।

দাদু : বলিস কী! কেন?

কমল : আমার গল্পটা শোনা খুব দরকার।

দাদু : আগে বলবি তো কেন?

কমল : আব্বু ছোটবেলায় যে রকম আচরণ তোমার সাথে করেছিল, আমিও তার সাথে একই রকম আচরণ করতে চাই।

দাদু : দুষ্টু ছেলে। আচ্ছা ঠিক আছে, পরে তোকে একদিন সব বলব।
Post a Comment (0)
Previous Post Next Post