পরিবেশ দূষণ নিয়ে ছাত্র ও শিক্ষকের মধ্যে সংলাপ

পরিবেশ দূষণ নিয়ে ছাত্র ও শিক্ষকের মধ্যে সংলাপ তৈরি করো।


শিক্ষক : তোমরা কি জানো পরিবেশ কী?

ছাত্র-১ : জি স্যার। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ।

শিক্ষক : তাহলে নিশ্চয় আমরাও পরিবেশের একটা অংশ?

সকল ছাত্র : অবশ্যই স্যার।

শিক্ষক : তাহলে পরিবেশ ধ্বংস হয়ে গেলে আমরাও আর বাঁচতে পারব না।

সকল ছাত্র : জি স্যার।

শিক্ষক : আর তাই আমাদের পরিবেশকে আমাদেরই ভালো রাখতে হবে। তোমরা কি জানো, কীভাবে আমরা আমাদের পরিবেশ ভালো রাখব?

সকল ছাত্র : না স্যার। আমরা জানতে চাই।

শিক্ষক : অবশ্যই তোমরা জানবে। কারণ আমরা সবাই পরিবেশের অন্তর্ভুক্ত। পরিবেশের সবকিছু আমাদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে অবহেলায় আমরা আমাদের অজান্তেই পরিবেশ দূষণ করছি। তাই পরিবেশ বাঁচাতে সবাইকে কাজ করতে হবে।
Post a Comment (0)
Previous Post Next Post