বন্ধুদের সঙ্গে লাইব্রেরি তৈরি করা নিয়ে সংলাপ রচনা করো।
সিফি : মুনা, হেলাল, জুয়েল আমার মাথায় একটা প্ল্যান এসেছে।
প্ল্যানটা হলো আমরা গ্রামে একটা লাইব্রেরি গড়ে তুলব। সেখানে গ্রামের সবাই পড়তে
পারবে।
মুনা : খুবই ভালো কথা কিন্তু চিন্তা বাস্তবায়ন একটু কঠিন হবে।
কারণ লাইব্রেরির জন্য অনেক টাকা-পয়সা লাগবে।
হেলাল : সাথে একটা ঘর লাগবে বই রাখার জন্য। আর বই-ই বা কোথায় পাব?
সবাই বিষয়টা কেমন করে নেবে?
জুয়েল : কেমন করে নেবে মানে? এটা অনেক বড় একটা উদ্যোগ। অবশ্যই
সবাই ভালোভাবে নেবে। আমি চেয়ারম্যান চাচাকে বলে ইউনিয়ন পরিষদের পাশে একটা রুমের
ব্যবস্থা করব।
সিফি : আর শোন, আমাদের যার যা সামর্থ্য আছে প্রথমে তাই দিয়ে শুরু
করব। ধীরে ধীরে সবাইকে বুঝিয়ে বলব। দেখবি ভালো কাজে সবাই অংশগ্রহণ করবে।
মুনা : খুব ভালো হবে। সবার একটা পড়ার জায়গা হবে। ছোট-বড় সবাই
এখানে পড়তে আসবে। সবার সাথে কথা হবে।
হেলাল : হ্যা, গ্রামের সবাই উৎসাহিত হবে, পড়বে, জানবে,
জ্ঞান-বিজ্ঞানে অনেক উন্নত হবে। আসলেই এটা একটা ভালো পরামর্শ।
জুয়েল : কলেজের পর বিকেলে সবাই বাসা থেকে কমপক্ষে তিনটে করে বই
আনবি। গল্প, উপন্যাস, নাটক, ছড়া যা-ই হোক না কেন।
সফি : ঠিক আছে, তাহলে ওই কথাই থাকল, সবাই বই আনব। বিকেল ৫টার মধ্যে
আসতে হবে, অনেক কাজ করতে হবে, মনে থাকে যেন। এখন ক্লাসে চল।