কিডনি সমস্যায় আক্রান্ত বন্ধুকে সাহায্যের বিষয়ে তিন বন্ধুর মধ্যে সংলাপ

কিডনি সমস্যায় আক্রান্ত বন্ধুকে সাহায্যের বিষয়ে দু’বন্ধুর মধ্যে সংলাপ তৈরি করো।


শ্রেয়া : মনটা খুব খারাপ রে। কাজলের কিডনি দুটি নষ্ট হয়ে গেছে। বোধ হয় বাঁচবে না।

শরীফ : ডাক্তার কী বলেছে?

শ্রেয়া : ডায়ালাইসিস করাতে প্রায় ৫ লাখ টাকা লাগবে ।

সেজান : আমরা থাকতে টাকার অভাবে ওকে মরতে দেব না। আমরা সবাই মিলে চেষ্টা করব।

শরীফ : হ্যা, আমরা সবাই ক্যাম্পাসে যাব। ওর জন্য সবাইকে সাহায্য করতে বলব। স্যারদের কাছে গিয়ে সব খুলে বলব।

শ্রেয়া : তা হয়। আমাদের অনেকের সাহায্য লাগবে। আমরা শুরুতে কলেজের বন্ধুদের জানাব।

সেজান : ভয় নেই, সবাই জানলে অনেকেই এগিয়ে আসবে একসাথে কাজ করতে।

শরীফ : সব বিভাগে যাব। আমরা প্রয়োজনে স্কুল-কলেজেও প্রচার করব।

শ্রেয়া : আমি ফেসবুকে একটা পেজ তৈরি করে পোস্ট করব রাতে।

সেজান : আমি বাবাকে বলব। তাঁর অফিসের কলিগদের যেন বলেন। তোরা সবাই সবাইকে নক করতে বলবি।

শরীফ : দ্রুত চল কাজলের বাসায় যাই। কী অবস্থা দেখতে হবে। এ সময় ওর পাশে থেকে ওকে সাহস দিতে হবে।
Post a Comment (0)
Previous Post Next Post