প্রাথমিক স্তরে মাতৃভাষা বা শিক্ষা সম্পর্কে দুই বান্ধবীর কাল্পনিক সংলাপ রচনা
করো।
নাদিয়া : তুমি জানো মুনিরা আমরা মাতৃভাষা প্রথম কোথায় শিখেছিলাম?
মুনিয়া : কেন, এটাতো সবারই জানা। প্রাথমিক স্তরের শিক্ষাই
মাতৃভাষা শিক্ষায় সবচেয়ে কার্যকরী ছিল।
নাদিয়া : তুমি ঠিকই ধরেছ। মায়ের কাছে থেকে মুখে মুখে জন্মের
প্রথমই আমরা ভাষা শিখেছি। সে শিক্ষাই ধীরে ধীরে বিকাশ লাভ করেছে।
মুনিরা : তবে একটা বিষয় স্বীকার করতেই হবে। জীবনের প্রথম যে
প্রাথমিক শিক্ষা স্কুলে দেয়া হয় সেটা ভাষা শিক্ষার মূল ভিত্তি।
নাদিয়া : হ্যা, ঠিক বলেছ। প্রাথমিক বিদ্যালয়ে অ আ ক খ শেখার মধ্য
দিয়ে মাতৃভাষা শেখার হাতেখড়ি হয়।
মুনিরা : শব্দগঠন, বাক্যগঠন, ধ্বনি এ বিষয়গুলে সেখান থেকেই আমাদের
শেখা। ভাষার সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আজ আমরা নাদিয়া মনের ভাষা সাবলীলভাবে
বলতে লিখতে ও প্রকাশ করতে পারি।
নাদিয়া : মুনিরা তুমি খুব ভালো একটি স্মৃতি মনে করিয়ে দিলে। সেই
ছোট বেলার শিক্ষা পদ্ধতি সত্যিই খুব তাৎপর্যপূর্ণ।
মুনিরা : তোমাকে ধন্যবাদ নাদিয়া।