ভ্রমণের স্থান নির্বাচনের জন্য তিন বন্ধুর মধ্যে সংলাপ

ভ্রমণের স্থান নির্বাচনের জন্য তিন বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।


আবির : আমরা এবার কক্সবাজার যাব।

খালেক : না, আমরা পাহাড় দেখতে যাব।

আবির : কেন, পাহাড় দেখতে পরেও যাওয়া যাবে।

খালেক : না, এখন সাগর উত্তাল। যেকোনো সময় বিপদ হতে পারে। তার চেয়ে পাহাড়ে যাওয়া ভালো।

তরু : বর্ষার সময়ে পাহাড়ও বিপজ্জনক। এসময় পাহাড়ে ধস হয়। অনেক ট্যুরিস্ট হারিয়ে যায় এ সময়। তার থেকে আমরা সিলেটের চা বাগানে যেতে পারি।

আবির : না বাবা। এই সময় চা বাগানে অনেক বড় বড় জোঁক থাকে। গত বছর বাবা অফিস থেকে ট্যুরে গিয়েছিলেন সিলেটে। সব নাকি একবারে ছেঁকে ধরে।

তরু : এখন তাহলে কী করা যায়?

খালেক : আমার কাছে একটা ট্যুরিস্ট বই আছে। ওখান থেকে দেখে বলতে পারি।

আবির : তাহলে এ দায়িত্ব তোর কাঁধে থাকল। দুই দিনের মধ্যে জানাতে হবে।

তরু : আজ তাহলে উঠিG আমি আবার পড়াতে যাব। আগামীকাল কলেজে দেখা হবে।

খালেক : ঠিক আছে। যাই।
Post a Comment (0)
Previous Post Next Post