পিয়ন ও কর্মকর্তার মাঝে একটি সংলাপ তৈরি করো।
কর্মকর্তা : রফিক, কী সমস্যা?
পিয়ন : স্যার, বাড়িতে আমার বাচ্চাটার খুব অসুখ; যত দ্রুত সম্ভব
ডাক্তার দেখানো দরকার। তাই দুদিনের ছুটির দরখাস্ত নিয়ে এসেছি।
কর্মকর্তা : কিন্তু অফিসে তো অনেক কাজ। এখন তো ছুটি দেওয়া যাবে
না।
পিয়ন : ছুটিটা আমার খুবই দরকার স্যার। বাচ্চাটার খুব কষ্ট হচ্ছে।
কর্মকর্তা : কিন্তু এ মাসে আরো দুজন ছুটিতে আছে। তোমাকে ছুটি
দেওয়া সম্ভব নয়।
পিয়ন : আমার চাকরি জীবনে কখনো মিথ্যা বলে ছুটি নিইনি স্যার। গত ৩
মাসে আমার কোনো ব্যক্তিগত ছুটি নেই। এই ছুটি না পেলে আমার বাচ্চাটার খুব ক্ষতি
হয়ে যাবে। স্যার একটু দয়া করেন।
কর্মকর্তা : বুঝলাম। ঠিক আছে তোমার ছুটি কবে দরকার?
পিয়ন : ছুটি পেলে আজ বিকেলেই বাড়িতে যাব। আগামীকাল ও পরশু অর্থাৎ
২২ ও ২৩ তারিখ ছুটি হলেই চলবে স্যার।
কর্মকর্তা : ঠিক আছে, ছুটি মঞ্জুর করলাম। কিন্তু ২৪ তারিখ অবশ্যই
অফিস করতে হবে।
পিয়ন : জি স্যার। অবশ্যই করব স্যার। অনেক ধন্যবাদ স্যার, আপনার
উপকার মনে থাকবে স্যার।
কর্মকর্তা : দোয়া করি, তোমার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে উঠুক।