দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর ক্রেতা-বিক্রেতার মধ্যে সংলাপ

দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর ক্রেতা-বিক্রেতার মধ্যে সংলাপ রচনা করো।


করিম : মুগ ডাইল আছে মনির ভাই?

মনির : আছে। ১৪০ টাকা কেজি।

করিম : গত সপ্তাহে নিলাম ১৩০ টাকা কইরা আর আজ ১৪০ টাকা কেন?

মনির : পাইকারি দাম বাড়ছে। আমরা কী করুম?

করিম : তোমরা কিছু করবা না, আমরা সীমিত আয়ের মানুষরা বাঁচুম কেমনে?

মনির : এর মধ্যেই বাঁচতে অইব। গাড়ি ভাড়া যেইভাবে বাড়ছে, মাল আনতেই অনেক ভাড়া খরচ অইয়া যায় ।

করিম : জ্বালানি তেলের দাম তো বাড়ে নাই; গাড়ি ভাড়া বাড়ল কেন?

মনির : এইডাই তো বাঙালির স্বভাব। অবরোধের কথা কইয়া একবার গাড়ি ভাড়া বাড়ছে, হেইডা আর কমনের নাম নাই ।

করিম : দেহেন ১৩০ টাকা কইরা রাখন যায়নি। এই দেশে আর বাঁচা যাইব না। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে। না খাইয়া থাকতে অইব।

মনির : কী করবেন, দুর্নীতিবাজদের কাছে তো পয়সার অভাব নাই। হেরাই বাজার চালায়।
Post a Comment (0)
Previous Post Next Post