জনসচেতনতাকে কেন্দ্র করে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ তৈরি করো।
মনি : কোকের ক্যানটা রাস্তায় ফেলে তুই ঠিক করিসনি শ্যামল।
শ্যামল : আরে আমার আবার ঠিক-বেঠিক। সবাই তো ফেলে, তুইও তো ফেলিস।
তুই আমাকে জ্ঞান দিস না।
মনি : আমি তোকে খারাপ কিছু বলিনি। তোকে সচেতন হওয়ার জন্য বলেছি।
শ্যামল : আচ্ছা, তুই বল সবাই তো ফেলছে। আমি-তুই চাইলেই সবাই
রাস্তায় এসব ফেলা বন্ধ করে দেবে মনে করিস?
মনি : সবাই না করুক, আমরা তো করতে পারি। সবাই কি এক হয়? সবাই তো
আর পড়ালেখা জানে না। সবার সাথে নিজেদের তুলনা করলে হবে না। দেশ আমাদের, শহর
আমাদের— পরিচ্ছন্ন রাখতে হবে আমাদেরই।
শ্যামল : কিন্তু তুই বল, যেখানে এত লোক একরকম চলছে, আমরা কয়েকজন
কী করে পারব?
মনি : আমাদেরকেই শুরু করতে হবে। আমাদের দেখে অন্যরা শিখবে। সবাইকে
আমরা নানাভাবে সচেতন করে তুলব। চল আজ থেকে তোকে দিয়েই শুরু করি।
শ্যামল : হুম। এই যে বন্ধু, আমি ক্যানটা তুলে ডাস্টবিনে ফেলব। আর
আমরা আজ কলেজে এ নিয়ে ক্যাম্পেইন করব। সবাইকে বলব সুস্থভাবে বাঁচার জন্য
পরিচ্ছন্ন শহর চাই।
মনি : বন্ধু আমরাই পারব। প্রথমে স্যারদের সাথে কথা বলে প্রতিটি
ক্লাসে যাব। আর প্রিন্সিপাল স্যারকে বলে প্রতিটি ক্লাসরুমের জন্য ময়লার ঝুড়ির
ব্যবস্থা করব।
শ্যামল : ‘আমরাই পারি’ এই নামে আমরা টিম তৈরি করব।
মনি : সব হবে দোস্ত, চল যাই।