সংবাদপত্র পাঠের উপকারিতা সম্পর্কে দুই সহপাঠীর মধ্যে সংলাপ

সংবাদপত্র পাঠের উপকারিতা সম্পর্কে দুই সহপাঠীর সংলাপ লেখো।


পিনু : সকালে বাসা থেকে বেরোতে দেরি করিস কেন?

নীলু : আসলে বন্ধু সকালে একটু পত্রিকাটা না পড়ে বেরোলে কেমন যেন খালি খালি লাগে।

পিনু : তুই বুদ্ধিজীবী হবি নাকি?

নীলু : এ কথা বলিস কেন? এখন দৈনিক পত্রিকায় এমন কিছু বিষয় থাকে যা আমাদের মতো শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী।

পিনু : পত্রিকায় তো বড়দের দরকারি খবর থাকে।

নীলু : না না, তোর ধারণাটা ঠিক নয়। পত্রিকায় এখন ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তকের পড়াশোনার বিষয় এবং প্রশ্নের উত্তরও দেওয়া হয়।

পিনু : তাই নাকি? দেখিনি তো।

নীলু : তুই কালকেই আমার বাসার আয়। স্কুলে যাওয়ার আগে দেখে যাবি। পড়াশোনা ছাড়াও খেলার খবর, দেশ বিদেশের মজার মজার খবর, বিভিন্ন বড় বড় মানুষের খবর, গল্প ইত্যাদি থাকে। তুই পড়ে খুব আনন্দ পাবি।

পিনু : তুই তো ভালো কথা বললি দোস্ত। ঠিক আছে, কাল থেকে আমিও পত্রিকা পড়ব।

নীলু : পত্রিকা আসলে আমাদের জ্ঞানকে হালনাগাদ করে দেয়।

Post a Comment (0)
Previous Post Next Post